স্বদেশী পণ্যে জোর দিতে আমদানি ক্ষেত্রে কড়া নিয়ম আনতে চলেছে মোদি সরকার

স্বদেশী পণ্যে জোর দিতে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী(Prime Minister)। আর সেই পথে হেঁটে বিদেশি পণ্য আমদানির(Import) ক্ষেত্রে কঠোর হতে চলেছে ভারত সরকার(Indian Govt)। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি সূত্রে জানানো হয়েছে, বিদেশি খাদ্য উৎপাদন সংস্থা যারা এদেশে খাদ্য পাঠায়, এদের মধ্যে যারা দুধ এবং মাংসের পণ্য রফতানি করতে চায়, তাদেরকে এবার থেকে কেন্দ্রের কাছে রেজিস্টার করতে হবে নিজের সংস্থাকে। নয়া নিয়মটি ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ভারতে মাংস, দুধ এবং শিশুদের খাদ্যের মতো পণ্য রফতানি করতে হলে বিদেশি খাদ্য উৎপাদন সংস্থাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশ থেকে আসা পণ্যগুলির মধ্যে রয়েছে পোল্ট্রি, মাছ, ডিম, শিশু খাদ্য। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সোমবার দেশের সমস্ত বিভিন্ন গুণমান নির্ণায়ক সংস্থাগুলির একত্রিতকরণের কথাও বলেন। এও বলা হয় ভারতে আসা পণ্যগুলিকে অবশ্যই আন্তর্জাতিক মানের মান পূরণ করতে হবে৷ এর ফলে ‘ব্র্যান্ড ইন্ডিয়া’ তৈরিতে সহায়তা করবে এই নিয়ম৷ কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিআইএস, রেল বা প্রতিরক্ষা ক্ষেত্রগুলিকে এই নিয়মের আওতায় আনার চেষ্টা করা হবে৷ FSSAI রফতানিকারক দেশগুলির উপযুক্ত কর্তৃপক্ষকে নির্মাতাদের তালিকা এবং যারা এই খাদ্য পণ্যগুলি ভারতে রফতানি করতে চায় তাদের তালিকা সরবরাহ করার জন্য অনুরোধ করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, FSSAI তার পোর্টালে এই সুবিধাগুলি রেজিস্টার  করবে।

Previous article“দলের বিরুদ্ধে চক্রান্ত চলছে, চিনতে পেরেছি-চিহ্নিতও করেছি”! কাকে ইঙ্গিত করলেন তাপস রায়?
Next articleমহারাজ-হীন BCCI! রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সরব বিরোধীরা, সামাল দেওয়ার চেষ্টা বিজেপির