Wednesday, January 14, 2026

টিউবওয়েলে পাম্প করলেই বেরোচ্ছে মদ, তাজ্জব পুলিশও!

Date:

Share post:

টিউবওয়েলে পাম্প করতেই জল নয় বেরোচ্ছে মদ। যা দেখে হতবম্ব পুলিশও। সম্প্রতি বেআইনি মদ তৈরি ও সেই সংক্রান্ত ব্যবসা বন্ধ করতে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তাতেই একটি হ্যান্ডপাম্পের সন্ধান পায় পুলিশ। কলটি থেকে বেরোনো তরল দেখে প্রথমটাই পুলিশ ভেবেছিল, দূষিত জল বেরোচ্ছে। কিন্তু ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায় ।

আরও পড়ুন:মধ্যপ্রদেশে হাসপাতালে চিকিৎসকের দেখা নেই, মায়ের কোলেই বেঘোরে প্রাণ গেল ৫ বছরের শিশুর

পুলিশ সূত্রের খবর, সোমবার মধ্যপ্রদেশের গুনা জেলার পুলিশের দুটি দল চাঁচড়া এবং রাঘোগড় গ্রামের বিষমদ তৈরির ঠেকের সন্ধান পাওয়া যায়। পুলিশকর্মীরা  কলের কাছে মাটির ৭ ফুট নীচে বসানো বেআইনি মদ ভর্তি বেশ কয়েকটি ট্যাঙ্কের হদিশ পান।  ট্যাঙ্কগুলিতে কয়েক গ্যালন বেআইনি মদ ভর্তি করা ছিল বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্রেতারা ওই কলের মাধ্যমে পাম্প করে মদ বের করে প্লাস্টিকের পাউচে ভরে বেআইনি মদ বিক্রি করা হত। এছাড়াও গ্রামদুটিতে বেশ কয়েকটি কুঁড়েঘরের মতো দেখতে বাড়ির সন্ধান পেয়েছে পুলিশ, যেগুলিতে মদ জমিয়ে রাখা  হত বলে জানা গেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।  ইতিমধ্যেই এই চক্রের সঙ্গে জড়িত আটজনকে চিহ্নিত করেছে তারা।

জানা গিয়েছে, ওই দুটি গ্রামে মূলত কানজার নামক স্থানীয় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের বাস। গ্রামগুলির প্রায় প্রত্যেকটি পরিবারেরই পেশা মদ তৈরি ও তা বিক্রি করা। দীর্ঘদিন ধরেই এলাকাগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে পাশেই জঙ্গল থাকায় পুলিশ হানা দিলে গভীর জঙ্গলে আত্মগোপন করে ওই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা।

spot_img

Related articles

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...