Wednesday, November 5, 2025

দুর্গাপুজোয় আসেননি, মুখরক্ষায় কালীপুজোয় শাহকে আনতে মরিয়া বঙ্গ বিজেপি

Date:

Share post:

রাজ্য বিজেপি নেতারা দাবি করেছিলেন, দুর্গা পুজোয় বাংলায় আসবেন অমিত শাহ। উদ্বোধন করবেন বেশ কয়েকটি পুজো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সে গুড়ে বালি। পুজোতে বাংলামুখো হননি অমিত শাহ। ফলে শাহর আগমন দাবি করেও তাঁকে বাংলায় নিয়ে আসতে না পারার জন্য রাজ্য বিজেপি নেতাদের মুখ পুড়েছে।

আরও পড়ুন: মহালয়ার দিন রাজ্যে আসছেন অমিত শাহ, জানেনই না দিলীপ ঘোষ

দুর্গাপুজোর সেই “ব্যর্থতা” সামাল দিতে আসন্ন কালীপুজো এবং দীপাবলির দিকে এখন তাকিয়ে রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। অন্তত কালীপুজোয় অমিত শাহকে মুখরক্ষা করতে চাইছেন তাঁরা। যদিও কেন্দ্রীয় বিজেপির অন্দরের খবর, কালীপুজোর সময়ও অমিত শাহের বাংলায় যাওয়ার কোনও সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কালীপুজোর পরে অমিত শাহ নয়, বরং কলকাতায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

দু’বছর পর করোনা মহামারি কাটিয়ে ফের ছন্দে ফিরেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ইউনেস্কোর স্বীকৃতি এই উৎসবের জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে। কলকাতা তথা বাংলার একের পর পুজোর সঙ্গে যুক্ত থেকে তৃণমূলের নেতা-মন্ত্রীরা উৎসবের মধ্যে জনসংযোগ বাড়িয়েছেন। খোদ মুখ্যমন্ত্রী একের পর এক পুজো উদ্বোধন করেছেন। ফের রোড রোডে রাজ্য সরকারের উদ্যোগে ফিরেছে দুর্গা বিসর্জনের মেগা কার্নিভাল। শহর থেকে জেলা, তৃণমূলের উদ্যোগে হচ্ছে বিজয়া সম্মেলনী। ফলে সাংগঠনিক ভাবে দুর্গাপুজোকে দারুণ কাজে লাগিয়েছেন তৃণমূল।

সেখানে ইজেডসিসি-তে বিজেপির শেষবছরে পুজোর জৌলুস একেবারেই ছিল না। নমো নমো করে হয়েছে সেই পুজো। তার মধ্যে অমিত শাহ না আসায় মুখ পুড়েছে। দেড় বছর পরের লোকসভা নির্বাচন এবং রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই জে পি নাড্ডা বঙ্গ বিজেপি নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, জনসংযোগে জোর দেওয়ার জন্য। তা মাথায় রেখেই শারদোৎসবকে বেছে নিয়েছিলেন বিজেপি নেতারা। তবে শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতিতে সেই প্রক্রিয়ায় ভাটা ছিল।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...