গরু পাচার মামলায় এবার অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Madol) দিল্লিতে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। ২৭ অক্টোবর তলব করা হয়েছে তাঁকে।

অগাস্টে গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তদন্তে অনুব্রত-কন্যা সুকন্যার নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। সুকন্যানর চারটি সংস্থার আয় বৃদ্ধির উপর নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সুকন্যাভর এএনএম এগ্রোকেম ফুডস-এর আয় বৃদ্ধি নিয়ে নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। এই বিষয়ে সুকন্যানকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সামনের সপ্তাহে অনুব্রতর মেয়েকে দিল্লিতে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে ইডি।
