Monday, August 25, 2025

শামির সৌজন্যে প্রস্তুতি ম‍্যাচে দুরন্ত জয় ভারতের, অজিদের হারাল ৬ রানে

Date:

টি-২০ বিশ্বকাপের আগে শুরুটা ভালই হল টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে ৬ রানে জিতল রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামির দুরন্ত বোলিং। শেষ ওভারে বল হাতে কামাল দেখালেন তিনি। এক ওভার বল করে ৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। একটি রান আউট। এযেন মাঠে নেমে সব প্রশ্নের উত্তর দেওয়া। বলা ভালো দুরন্ত প্রত‍্যাবর্তন শামির।

 

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারতীয় দল। অর্ধশতরান করেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। ৫৭ রান করেন রাহুল। ৫০ রান করেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা করেন ১৫ রান। ১৯ রান করেন বিরাট কোহলি।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৮০ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ রান করেন অ‍্যারন ফিঞ্চ। ৩৫ রান করেন মিচেল মার্স। ভারতের হয়ে তিন উইকেট নেন শামি। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৯ ওভার পর্যন্ত গ্যালারিতে বসে ছিলেন তিনি। মনে হচ্ছিল এই ম্যাচে আর নামবেন না শামি। যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর নামা নিয়েও প্রশ্ন উঠছিল। কিন্তু শেষ ওভারে শামির হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। তখন অস্ট্রেলিয়ার জিততে দরকার ছিল ১১ রান। ওই এক ওভারেই জ্বলে উঠলেন শামি। শেষ ওভারে ৪ উইকেট পড়ল। তার মধ্যে একটি রানআউট। এক ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের ছবি বদলে দিলেন তিনি। দুই উইকেট ভুবনেশ্বর কুমারের। একটি করে উইকেট অর্শদীপ সিং, হর্ষল প‍্যাটেল এবং যুজবেন্দ্র চ‍্যাহালের।

আরও পড়ুন:ভারতীয় দলে যোগ দিয়ে আবেগপ্রবণ শামি, প্রস্তুতি ম‍্যাচে অজিদের বিরুদ্ধে নিলেন তিন উইকেট

Related articles

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...
Exit mobile version