Thursday, December 4, 2025

রাষ্ট্রসঙ্ঘ পাক জ*ঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব ভারতের, ফের বিরোধিতা চিনের

Date:

Share post:

রাষ্ট্রসঙ্ঘে ফের ভারত বিরোধিতায় সরব চিন। পাক জ*ঙ্গি শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আখ্যা দিতে রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাব পেশ করেছিল ভারত। তবে সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করল শি জিনপিং প্রশাসন। গত কয়েকমাসে এই নিয়ে চারবার ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাবে বাধা দিল চিন। অথচ উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে এই চিনের বিরুদ্ধে আনা আন্তর্জাতিক প্রস্তাবে ভোট দানে বিরত থেকেছিল নরেন্দ্র মোদি সরকার। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি, এবার চিনের ভারত বিরোধীতায় সেই ইস্যু ফের একবার মাথাচাড়া দিয়ে উঠছে।

প্রসঙ্গত, মুম্বইয়ে ২৬/১১ হামলার মাথা সাজিদ মীরের অন্যতম প্রধান সহযোগী ছিল এই শাহিদ মাহমুদ। ভারতে জ*ঙ্গি হামলা চালানোই তার একমাত্র পরিকল্পনা, এমন কোথাও শোনা গিয়েছে শাহিদের মুখে। ল*স্কর-ই-তইবার (LeT) অন্যতম নেতা শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যৌথ প্রস্তাব দিয়েছিল আমেরিকা ও ভারত। আল কায়দাকে নিষিদ্ধ করার আইনের আওতাতেই শাহিদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে উদ্যোগী হয়েছিল ভারত (India) ও মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। কিন্তু সেই প্রস্তাবে বাধা দেয় চিন। ফলে শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়া নিয়ে আলোচনাই করতে পারেনি রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলি। অবশ্য সন্ত্রাসবাদকে প্রশ্রয় চিনের এখানে ভূমিকা এই প্রথমবার নয়, এর আগেও কান্দাহার বিমান অপহরণ কাণ্ডে মূল চক্রী আব্দুল রউফ আজহার, হাফিজ সইদের শ্যালক মক্কিকে নিষিদ্ধ করতে ভারতের আনা আন্তর্জাতিক প্রস্তাবের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে চিনকে।

এতকিছুর পরও কার্যত চিনের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ভারতকে। সম্প্রতি প্রতিবেশী চিনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের উপর মানবাধিকার লংঘন সংক্রান্ত প্রস্তাব পেশ হয়েছিল রাষ্ট্রসঙ্ঘে। তবে সেখানে ভোটাভুটিতে অংশ নিতে দেখা যায়নি ভারতকে। যার জেরে দেশের অন্তরেই বিরোধীদের তোপের মুখে পড়ে মোদি সরকার। অবশ্য ভারত ঘুরিয়ে চিনের পাশে দাঁড়ালেও, ভারতের প্রতি চিনের মনোভাব যে কী তা ফের প্রমাণ হয়ে গেল রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে।

spot_img

Related articles

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...

ফেডারেশনের অভিনব উদ্যোগ! টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং

সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) উদ্যোগে অভিনব উদ্যোগ নিল ফেডারেশন। টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় ফেডারেশনের অফিসে মাসে...

বিজাপুরে বড়সড় অভিযান, সংঘর্ষে মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে ১৮

ছত্রিশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ গুলিযুদ্ধের পরে উদ্ধার হল আরও ছয় মাওবাদীর দেহ। বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে,...

ক্ষমতার অপব্যবহার! বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ ঘিরে রীতিমত অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে...