Entertainment: কলকাতায় জুম্বা ডান্সে মন মাতাল Dance Miracle 2K22

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানান থেকে শুরু করে গণেশ বন্দনায় মঞ্চ মাতাল রকি কিথওয়াসের 'ডান্স স্টেপ'। জুম্বার তালে জমজমাট এক সন্ধ্যার সাক্ষী রইল শহর কলকাতা।

শুধু শারীরিক কষ্ট নয় মানসিকভাবেও আপনাকে ভালো রাখতে বিশেষ ধরণের ডান্স ফর্ম নিয়ে কলকাতার বুকে অনুষ্ঠিত হল Dance Miracle 2K22। রকি কিথওয়াসের (Rocky Kaithwas) ‘ডান্স স্টেপ’ (Dance Step) কলকাতার বুকে তাঁদের জুম্বা ক্লাসে (Zumba Class) স্বাগত জানাল ইচ্ছুক শিল্পীদের। ল্যাটিন-অনুপ্রাণিত নাচের ওয়ার্কআউট সেশন অনুষ্ঠিত হল পাইক পাড়ার মোহিত মৈত্র মঞ্চে।

১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে জুম্বা ওয়ার্কআউট থেকে শুরু করে জুম্বা টোনিংয়ের মতো আর্ট ফর্ম নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের সাক্ষী হল কলকাতা। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানান থেকে শুরু করে গণেশ বন্দনায় মঞ্চ মাতাল রকি কিথওয়াসের (Rocky Kaithwas)’ডান্স স্টেপ’ (Dance Step)। জুম্বার তালে জমজমাট এক সন্ধ্যার সাক্ষী রইল শহর কলকাতা।

 

Previous articleএবার কবে কোন সময় উদযাপন করবেন ধনতেরাস? জেনে নিন এক লহমায়
Next articleধেয়ে আসছে ‘সিত্রাং’, মোকাবিলায় নবান্নে বৈঠক