কালীপুজো ও দীপাবলিতে সকলকে শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার

আজ আলোর উৎসব। দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলির উৎসব। চারিদিকে আজ আলোর রোশনাই। আলোর উৎসবের দিনটিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এদিন টুইটারে দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “মা কালী যেন আমাদের সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেন। আলোর উৎসব আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে খুশি ও আনন্দে ভরিয়ে দিক এই প্রার্থনা করছি।”


সকাল থেকেই মমতার কালীঘাটের বাড়িতে চলছে পুজো প্রস্তুতি। গত দু’বছর কোভিডের কারণে আড়ম্বরে সামান্য কাঁটছাঁট করতে হলেও এবছর স্বমহিমায় হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো। উল্লেখ্য প্রতি বছরেই উপোস করে ভোগ রান্না থেকে পুজোর সমস্ত কাজ নিজে হাতেই করেন  মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous article‘কোহলি বিশেষ প্রতিভাবান’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Next articleসিত্রাং: ৭ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, দিঘা থেকে সুন্দরবন- সতর্ক প্রশাসন