আজ আলোর উৎসব। দেশজুড়েই এই উৎসবে মেতেছে দেশবাসী। এই উৎসবের দিনে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালেই টুইটারে তিনি লেখেন, “এই আলোর উৎসব আমাদের সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক এই কামনা করি ।”

আরও পড়ুন:দেবভূমিতে দীপাবলির উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এদিন টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “সবাইকে দীপাবলির শুভেচ্ছা । দীপাবলি আলোর উৎসব । এই উৎসব আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এই কামনা করি ।” পাশপাশি পরিবার ও পরিচিতদের নিয়ে সকলকে দীপাবলির আনন্দে মেতে উঠতে আহ্বানও জানান তিনি ।
Wishing everyone a Happy Diwali. Diwali is associated with brightness and radiance. May this auspicious festival further the spirit of joy and well-being in our lives. I hope you have a wonderful Diwali with family and friends.
— Narendra Modi (@narendramodi) October 24, 2022
প্রসঙ্গত, এবছর দীপাবলির আগের দিন অযোধ্যায় গিয়ে রাম লালার পুজো করেন তিনি ৷ পাশাপাশি অযোধ্যার দীপোৎসবে অংশ নেন প্রধানমন্ত্রী।
