ভক্তিভরে কালীপুজোর প্রসাদ খেয়েছিলেন। কিন্তু সেই মায়ের ভোগেই বিষক্রিয়ার জেরে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৩০ জন। অসুস্থদের মধ্যে রয়েছে শিশু ও মহিলা। তাঁদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:West bengal: রায়গঞ্জে পুলিশ – বিজেপি কর্মী সংঘর্ষ, উত্তেজনা এলাকায়

ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কাশিবাটি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশিবাটি গ্রামের বাসিন্দা অজয় দাস নামে স্থানীয় এক ব্যাক্তির বাড়িতে কালীপুজো হয়। মঙ্গলবার কালীপুজোর প্রসাদ খাওয়ানো হয়।সকাল থেকে সারাদিন ধরে যাঁরা অল্পবিস্তর প্রসাদ খেয়েছিলেন, এরকম অনেকেই দুপুরের পর থেকে অসুস্থ হয়ে পড়েন। এদিকে, দুপুরেও খাবারের আয়োজন করা হয়েছিল। সেসময়ও অনেকেই প্রসাদ খেয়েছিলেন। এরপর মঙ্গলবার বিকেল থেকেই একে একে অসুস্থ হতে শুরু করেন।
রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের খবর, অসুস্থরা সকলেই পায়খগানা, বমি, পেটব্যাথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান ভোগের খাবার অসুরক্ষিত রাখার কারণে তাতে বিষক্রিয়া হয়ে যায়। সেই খাবার খাবার পরেই একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে, গ্রামবাসীদের অসুস্থতার কথা জানতে পেরে হাসপাতালে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য নগেন বর্মন।তবে অসুস্থদের অবস্থা স্থিতিশীল বলেই জানান তিনি। কীভাবে এমন ঘটনা ঘটল তাও খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
