গতকালই ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা একই পরিমাণ টাকা পাবেন। এমনটাই টুইট করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। আর এই ঘটনা জানতেনই না ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ সকালে খবরে এই সিদ্ধান্তের কথা জানেন মহারাজ। টুইট করে নিজেই এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিন টুইটার সৌরভ লেখেন,” সকালে সংবাদপত্র দেখে জানতে পারলাম। জয়, রজার বিনি, রাজীব ভাই, আশিসজি, দেবজিৎ ও অ্যাপেক্স কাউন্সিলের সমস্ত সদস্যকে এই অসাধারণ কাজের জন্য অভিনন্দন জানাই। মহিলা ক্রিকেটের উন্নতি জন্য অনেক কাজ করা হয়েছে। পারফরম্যান্সের মধ্যে দিয়ে ওরা তা প্রমাণও করে দিয়েছে।”
সম্প্রতি ভারতীয় বোর্ডের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর উত্তরসূরি হিসেবে বিসিসিআই-এর মসনদে বসেছেন আরেক ভারতের প্রাক্তন ক্রিকেটার রজার বিনি।

আরও পড়ুন:‘ইস্টবেঙ্গল ভালো দল, তবে আমরাও তৈরি’ : জুয়ান ফেরান্দো
