Friday, July 4, 2025

রাজ্যের সব ঝুলন্ত ব্রিজ-উড়ালপুলের স্বাস্থ্য রিপোর্ট তলব নবান্নর, মঙ্গলবার জরুরি বৈঠক

Date:

গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ের রেশ এখনও কাটেনি।এই ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে বাড়তি সতর্কতা নিতে চলেছে রাজ্য সরকার। বাংলার সেতুগুলির কী অবস্থা?‌ তা নিয়ে তড়িঘড়ি রিপোর্ট তলব করল নবান্ন।  ইতিমধ্যেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং–সহ কয়েকটি জেলায় এই ধরনের ঝুলন্ত সেতুর রিপোর্ট চাওয়া হয়েছে। তারপর বাকি সেতু এবং উড়ালপুল নিয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী আগামীকাল  মঙ্গলবারের মধ্যেই রিপোর্ট পাঠানোর নির্দেশ প্রত্যেকটি জেলার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের দেওয়া হয়েছে।পাশাপাশি উড়ালপুলেরও পরীক্ষা শেষ কবে করা হয়েছিল? সে বিষয়ও জানতে চেয়েছে নবান্ন।

গুজরাটের মোরবি জেলার মচ্ছু নদীর উপর ব্রিটিশ জমানার সেতুটি বিগত বেশ কয়েকদিন বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের জেরে। সম্প্রতি ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল এই সেতুটি। রবিবার সন্ধ্যায় সেই ঝুলন্ত সেতুই ভেঙে পড়ে। তার জেরে প্রাণ হারান প্রায় ১৫০ জন মানুষ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরই রাজ্যের সমস্ত উড়ালপুলগুলি কী অবস্থায় রয়েছে?‌ উড়ালপুলগুলির কবে শেষ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল? তাও জানতে চাওয়া হয়েছে। প্রত্যেকটির রিপোর্ট চাওয়া হয়েছে। আগামীকাল, মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসতে চলেছে পূর্ত দফতর। সেই বৈঠকে থাকবেন পূর্তমন্ত্রী পুলক রায়–সহ নবান্নের শীর্ষ আধিকারিকরা। আর জেলার ইঞ্জিনিয়াররা ভার্চুয়ালি থাকবেন বৈঠকে।

গুজরাটের ছায়া যাতে বাংলায় না পড়ে তার জন্যই এই রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্যের সমস্ত ঝুলন্ত সেতু এবং উড়ালপুলগুলির রিপোর্ট দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version