Wednesday, August 27, 2025

অভিনব কায়দায় কয়লা পাচারের (Coal Smuggling Case) ছক বানচাল করে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধেয় জয়পুর গ্রামের কাছে প্রায় সাড়ে ৪ হাজার কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করল নলহাটি থানার পুলিশ। পাশাপাশি হাতেনাতে গ্রেফতার (Arrest) করা হয়েছে ৭ পাচারকারীকে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় ওই বাইকগুলিতে চেপে পাচারকারীরা ঝাড়খণ্ড থেকে বস্তা বোঝাই করে কয়লা নিয়ে রামপুরহাট যাচ্ছিল। তবে পাচারকারীদের মধ্যে ৭ জন পুলিশের জালে ধরা পড়লেও একজন পলাতক। তার খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি (Search Operation)।

চলতি বছরের অক্টোবর মাসের শুরুতেই বীরভূম জেলায় প্রচুর পরিমাণে বেআইনি কয়লা উদ্ধার করেছে পুলিশ। বীরভূমের খয়রাশোলে উদ্ধার হয় বিপুল পরিমাণ কয়লা। খয়রাশোলের দহল গ্রামে এক খামার বাড়ি থেকে উদ্ধার হয় ৬০ টন বেআইনি কয়লা। পরে খয়রাশোল থানার পুলিশ উদ্ধার হওয়া কয়লা ট্র্যাক্টরে চাপিয়ে থানায় নিয়ে আসে।

বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, পুলিশ তদন্ত করছে। কেউ দোষী প্রমাণিত হলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে কয়লা কেন্দ্রীয় সরকারের আওতাধীন হওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ দায়িত্ব নিয়ে কয়লা পাচারকারীদের গ্রেফতার করছে। তবে আমার মনে হয় বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূলের ঘাড়ে সব দোষ চাপাচ্ছে। এর পিছনে তৃণমূলের কোনও হাত নেই।

অন্যদিকে, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এইভাবে জেলা থেকে কয়লা পাচার হচ্ছে। পুলিশ যা করছে তা আইওয়াশ।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version