Sunday, May 4, 2025

অভিনব কায়দায় কয়লা পাচারের (Coal Smuggling Case) ছক বানচাল করে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধেয় জয়পুর গ্রামের কাছে প্রায় সাড়ে ৪ হাজার কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করল নলহাটি থানার পুলিশ। পাশাপাশি হাতেনাতে গ্রেফতার (Arrest) করা হয়েছে ৭ পাচারকারীকে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় ওই বাইকগুলিতে চেপে পাচারকারীরা ঝাড়খণ্ড থেকে বস্তা বোঝাই করে কয়লা নিয়ে রামপুরহাট যাচ্ছিল। তবে পাচারকারীদের মধ্যে ৭ জন পুলিশের জালে ধরা পড়লেও একজন পলাতক। তার খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি (Search Operation)।

চলতি বছরের অক্টোবর মাসের শুরুতেই বীরভূম জেলায় প্রচুর পরিমাণে বেআইনি কয়লা উদ্ধার করেছে পুলিশ। বীরভূমের খয়রাশোলে উদ্ধার হয় বিপুল পরিমাণ কয়লা। খয়রাশোলের দহল গ্রামে এক খামার বাড়ি থেকে উদ্ধার হয় ৬০ টন বেআইনি কয়লা। পরে খয়রাশোল থানার পুলিশ উদ্ধার হওয়া কয়লা ট্র্যাক্টরে চাপিয়ে থানায় নিয়ে আসে।

বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, পুলিশ তদন্ত করছে। কেউ দোষী প্রমাণিত হলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে কয়লা কেন্দ্রীয় সরকারের আওতাধীন হওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ দায়িত্ব নিয়ে কয়লা পাচারকারীদের গ্রেফতার করছে। তবে আমার মনে হয় বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূলের ঘাড়ে সব দোষ চাপাচ্ছে। এর পিছনে তৃণমূলের কোনও হাত নেই।

অন্যদিকে, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এইভাবে জেলা থেকে কয়লা পাচার হচ্ছে। পুলিশ যা করছে তা আইওয়াশ।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version