Thursday, May 22, 2025

নজরে নির্বাচন! এক কোটি টাকার ১০ হাজার ইলেক্টোরাল বন্ড ছাপালো কেন্দ্র

Date:

Share post:

গুজরাট, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে নির্বাচন আসন্ন। আর এই নির্বাচনের(Election) আগেই এক কোটি টাকার দশ হাজার নির্বাচনী বন্ড ছাপানো মোদি সরকার(Modi govt)। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সমস্ত নির্বাচনী বন্ড বিক্রি হয়ে গিয়েছে ১ থেকে ১০ অক্টোবরের মধ্যে। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে এই তথ্য প্রকাশ্যে এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)।

গত ২৯ অক্টোবর এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে নাসিকের ইন্ডিয়া সিকিউরিটি প্রেস থেকে মোট ১১,৪০০ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন মূল্যের (১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ এবং ১ কোটি টাকার) নির্বাচনী বন্ড আছে। এসবিআই আরও জানিয়েছে, চলতি বছর সরকার আবার নতুন করে ১ কোটি টাকা মূল্যের ১০,০০০টি নতুন করে নির্বাচনী বন্ড ছাপিয়েছে। যেখানে, গত জুলাই মাসের পরে সরকারের ঘরে ১ কোটি টাকার ৫,০৬৮টি নির্বাচনী বন্ড অবিক্রীত অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মোদি সরকারই নির্বাচনী বন্ড চালু করেছিল। স্টেট ব্যাঙ্কের থেকে এই বন্ড কিনে যে কেউ তার মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে পারেন। কিন্তু এর ফলে কোন কর্পোরেট সংস্থা কোন রাজনৈতিক দলে চাঁদা দিচ্ছে, তা জানার উপায় থাকে না। বিনিময়ে তারা সুবিধা আদায় করছে কি না, তা-ও বোঝার উপার নেই। এই বন্ড নিয়ে বিতর্ক কিছু কম হয়নি, এর ফলে রাজনৈতিক দলগুলির চাঁদায় অস্বচ্ছতারও অভিযোগ উঠেছে। চালু হওয়ার পর থেকে ২৪,৬৫০টি ১ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপিয়েছে কেন্দ্র। এর মধ্যে এসবিআইয়ের মাধ্যমে ১০,১০৮টি বিক্রি হয়েছে। তবে, এই পরিসংখ্যানে নতুন ১ কোটি টাকার ১০,০০০ নির্বাচনী বন্ডের তথ্য সংযোজিত হয়নি।

spot_img

Related articles

আমার মায়ের বাড়ি এসেছি: ছবি মুক্তির আগে দক্ষিণেশ্বরে আবেগাপ্লুত কাজল

লক্ষ্মীবারের সকালে দক্ষিণেশ্বর মন্দির চত্বর জুড়ে একটু অচেনা ব্যস্ততা আর নিরাপত্তার কড়াকড়ি দেখে মন্দিরে পুজো দিতে আসা সকলেই...

মাত্রা ছাড়াচ্ছে ED, কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম আদালতের

দেশের শীর্ষ আদালতের (Supreme Court)কাছে কড়া ধমক খেল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় ইডির...

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে নিয়ে আগরতলায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip...

অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলে সূর্যবংশী ও আয়ূশ

আইপিঅএলের(IPL) মঞ্চে দুরন্ত পারফরম্যান্স। তারই পুরস্কার পেলেন এবার বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ দলে(U-19 India...