Friday, November 14, 2025

‘খুঁড়োর কল’ নাগরিকত্ব, ভোটের আগে গুজরাটে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত

Date:

নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে গুজরাটে(Gujrat)। চেনো অঙ্কে স্বভূমে যাতায়াত বেড়েছে মোদি-শাহের। একেবারে কল্পতরু ভূমিকা নিয়ে গত কয়েক সপ্তাহে শুধুমাত্র গুজরাটে ৭০ হাজার কোটি টাকার প্রজেক্ট শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে গুজরাটে আপের উত্থানে যথেষ্ট চিন্তায় গেরুয়া শিবির। এহেন পরিস্থিতির মাঝে শেষ লগ্নে নয়া চাল চাললেন মোদি-শাহ। খেললেন নাগরিকত্বের তাস।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গুজরাটে বসবাসকারী অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, গুজরাতের দুই জেলা মেহসানা ও আনন্দে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে শুধুমাত্র অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, খৃষ্টান, পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বী শরণার্থীদেরই এই নাগরিকত্ব দেওয়া হবে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ২০১৯ সালে তৈরি নয়া আইন সিএএ-এর ভিত্তিতে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। নাগরিকত্ব দেওয়া হবে ১৯৫৫ সালের সিটিজেন্স অ্যাক্ট অনুযায়ী।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গুজরাটের এই দুই জেলার জেলা শাসকদের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভোটের আগে মোদি-শাহের এই নয়া ‘চাল’কে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে, হার নিশ্চিত বুঝে নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। উল্লেখ্য, চলতি সপ্তাহে গুজরাটে নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে তার আগে গুজরাটে দু’হাত উজাড় করে দিয়ে ভোট ভিক্ষা শুরু করেছে বিজেপি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version