লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। তার আগেই পূর্ব মেদিনীপুরের বিশেষ দায়িত্ব দেওয়া হল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই তাঁকে কাজে নামার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সেইমত মঙ্গলবার সকালেই পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন তিনি।
আরও পড়ুন:হিম্মত থাকলে প্রধানমন্ত্রী বাংলায় বলা শব্দগুলো গুজরাটেও বলুন:কুণাল ঘোষ
জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি ও তমলুকে দুটি সাংগঠনিক জেলা রয়েছে। পঞ্চায়েত ভোটের আগে সেই জেলা সভাপতিরা যেমন দায়িত্ব সামলাবেন, তেমনই তাঁদের মধ্যে সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় এবার নামতে চলেছেন কুণাল ঘোষ। দলের নির্দেশ মেনে, জেলা ও ব্লক কমিটির সঙ্গে সমন্বয় করবেন তিনি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সাংবাদিকদের কুণাল বলেন, ‘‘আমি দলের অনুগত এবং খারাপ সময়ের সৈনিক। দল যখন যে দায়িত্ব দিয়েছে কখনও পিছিয়ে আসিনি। এ বারও পিছিয়ে আসার প্রশ্ন নেই। সংগঠন দেখার কাজটা মূলত জেলার দায়িত্বে থাকা লোকজনই করবেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পূর্ব মেদিনীপুরে সকলের মধ্যে সমন্বয় সাধনের কাজ করতে বলেছেন। সর্বস্ব দিয়ে তাই করব।’’
