Friday, November 14, 2025

আগামিকাল নিজের লোকসভা কেন্দ্রে উৎসবের শুভেচ্ছা বিনিময় অভিষেকের

Date:

শুক্রবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পুজো মিটে যাওয়ার পর অভিষেক তাঁর নির্বাচনী কেন্দ্রে এই প্রথম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হবেন। কুশল বিনিময় করবেন তাঁদের সঙ্গে। এক অর্থে একে বিজয়া সম্মিলনীর সভা বললেও অত্যুক্তি হবে না। নিশ্চিতভাবেই যা আসলে পরিণত হবে জনসভায়।

চোখের জটিল অস্ত্রোপচারের সেরে কালীপুজোর (Kali Pujo) দিন সকালেই কলকাতায় ফিরেছেন অভিষেক। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়। পুজোর পরে এই প্রথম কোনও জনসভায় উপস্থিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই সভা ঘিরে ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।

বিকেল চারটেয় শুরু হবে আমতলার এই মিলন সভা। দলের সর্বস্তরের সাংগঠনিক নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থাকবেন। দেখা যাচ্ছে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সব জেলায়। পুজোর পর গোটা রাজ্য জুড়ে প্রায় দেড় হাজারেরও বেশি বিজয়া সম্মিলনীর সভা হয়েছে, যার গাইডলাইন ঠিক করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তিনি পুরোদস্তুর রাজনৈতিক জনসভা করবেন। সেই সভা থেকেই আদতে আনুষ্ঠানিক ভাবে পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দেবেন। তার আগে নিজের লোকসভা কেন্দ্রের মিলনসভায় উপস্থিত হয়ে দলীয় নেতা-কর্মীদের কী বার্তা দেন সেদিকে লক্ষ্য থাকবে সকলের।

আরও পড়ুন:সমাধি ফলকে কিউ আর কোড! ফরাসি মহিলার ভাবনায় চমক নেট দুনিয়ায়

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version