বিরাট রেকর্ড গড়ায় কোহলিকে শুভেচ্ছা জয়বার্ধনের

শ্রীলঙ্কার কিংবদন্তি টি-২০ বিশ্বকাপে ৩১টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০১৬ রান করেন জয়বার্ধনে।

0
1

গতকালই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি রানের মালিক এখন তিনি। এক্ষেত্রে টপকে গিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনকে। আর বিরাট এই রেকর্ড গড়তেই কোহলিকে শুভেচ্ছা বার্তা জয়াবর্ধনের।

বিরাট রেকর্ড গড়তেই সোশ্যাল মিডিয়ায় আইসিসির পোস্ট করা এক ভিডিও বার্তায় জয়বার্ধনে বলেন, “রেকর্ড মানেই তা একদিন ভাঙা হবে। কেউ একজন সারক্ষণ আমার রেকর্ড ভাঙতে উদ্যত থাকে এবং সেটা হলে তুমি বিরাট। অসাধারণ কৃতিত্ব বন্ধু। তোমাকে অভিনন্দন। তুমি সর্বদা একজন প্রকৃত যোদ্ধা। ফর্ম সাময়িক, ক্লাসটা চিরকালীন। দারুণ খেলেছ।”

শ্রীলঙ্কার কিংবদন্তি টি-২০ বিশ্বকাপে ৩১টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০১৬ রান করেন জয়বার্ধনে। আর কোহলি ২৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০৬৫ রান সংগ্রহ করেন।

আরও পড়ুন:ক‍্যানসার আক্রান্ত জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার