Thursday, August 28, 2025

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এজলাসে পার্থর প্রতিবেশি! হাইকোর্টে নজিরবিহীন দৃশ্য

Date:

ফের এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির মধ্যবয়স্ক এক ভদ্রলোক। তখন বেশ কয়েকটি মামলার শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় তাঁর সামনে করজোড় করে দাঁড়ালেন ওই ব্যক্তি। বিচারপতিকে নিজের পরিচয় দিয়ে বললেন, “আমার নাম সুনীল ভট্টাচার্য। আমি নাকতলায় থাকি। পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ায়। আপনি যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।”

বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্ভবত এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি কিছু বুঝে ওঠার আগেই পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি বলে দাবি করা ওই ব্যক্তি আরও বলেন, “আমাদের অঞ্চলের বাচ্চা বাচ্চারাও সব জানত। আমরাও অনেক আগে থেকেই জানতাম। কিন্তু কিছু বলতে পারতাম না! কুকুরের বিষয়ে বাড়ির পরিচারিকাও জানতেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পূজনীয়! আমার মা আপনার কথা বলেন।”

এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর প্রথম প্রতিক্রিয়াতে নাকতলার বাসিন্দা সুনীল ভট্টাচার্যকে বলেন, “আপনার মাকে আমার প্রণাম জানাবেন”। এরপর আরও বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথোপকথন হয়। একটা সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় নাকতলা নিবাসী সুনীলবাবুকে বলেন, “পশ্চিমবঙ্গকে আবার গর্বের জায়গা ফিরিয়ে আনতে হবে। সবাই চেষ্টা করুন”

উল্লেখ্য, এসএসসি-সহ বিভিন্ন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত সিংহভাগ মামলাই হাইকোর্টে উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি পার্থ চট্টোপাধ্যায়।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version