কেরলের জলাশয়ের মাঝে বসল মেসির ৩০ ফুট উচ্চতার কাট-আউট

যানা যাচ্ছে, মেসির এই কাট-আউট তৈরি করতে খরচ হয়েছে ২০ হাজার টাকা।

হাতে আর মাত্র কয়েকদিন, তারপর থেকেই শুরু ফুটবল যুদ্ধ কাতার ২০২২ বিশ্বকাপ। এই জ্বরে ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে গোটা বিশ্ব। বাদ যাচ্ছে না ভারত। ফুটবল বিশ্বকাপ শুরু হলেই ভারতবর্ষ ভাগ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্তিনার দলের সমর্থনে। চলে দুই দেশকে নিয়ে সমর্থন করার লড়াই। আর বিশ্বকাপের আগেই সেই ছবি ধরা পরল কেরলে। কেরলের কোঝিকোড় জেলার চেরুফুজায় জলাশয়ের মাঝে বসল মেসির দৈত্যাকার কাট-আউট। যার উচ্চতা ৩০ ফুট। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যানা যাচ্ছে, মেসির এই কাট-আউট তৈরি করতে খরচ হয়েছে ২০ হাজার টাকা।

কেরলের দক্ষিণে অবস্থিত কোঝিকোড় জেলার চেরুফুজা, এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কারণ জলাশয়ে মাঝে বসানো হয়েছে বাঁ-পায়ের জাদুকর মেসির দৈত্যাকার কাট-আউট। কীভাবে সেই কাট-আউট লাগিয়েছেন মেসি-ভক্তরা, সেই ভিডিও ছড়িয়েছে নেটমাধ‍্যমে। এই নিয়ে চেরুফুজা আর্জেন্তাইন ফ‍্যানস অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, অনেক ভাবনার পরে নদীর মধ্যে মেসির কাট-আউট লাগান হয়েছে। কেরলের অনেক জায়গায় মেসির বড় বড় কাট-আউট রয়েছে। কিন্তু নদীর মধ্যে নেই। তাই সবার থেকে আলাদা হতেই এই ভাবনা চিন্তা। যা মন কেড়েছে আপামর আর্জেন্তাইন সমর্থকদের।

আরও পড়ুন:অবসর ঘোষণা জেরার্ড পিকের