ইন্দ্ররঙ মহোৎসব ২০২২: পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে শুরু হচ্ছে আর্ন্তজেলা থিয়েটার প্রতিযোগিতা

পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে আজ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা মূলক আর্ন্তজেলা থিয়েটার(inter district theater competition)। এই অনুষ্ঠানের নাম ইন্দ্ররঙ মহোৎসব ২০২২। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সাংসদ সৌগত রায়(Sougata Roy)। পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ(Kunal Ghosh)। ইন্দ্ররঙ মহোৎসব ২০২২ অনুষ্ঠানের অধ্যক্ষ রাজ্যের শিক্ষা মন্ত্রী শ্রী ব্রাত্য বসু(BratyaBasu) এবং আয়োজক পাইকপাড়া ইন্দ্ররঙ্গ নাট্য দল।

এবছর পঞ্চম বর্ষে পা দিয়েছে সম্ভবত পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্ববৃহৎ এই থিয়েটার উৎসব। রাজ্যের প্রায় শতাধিক থিয়েটারের মধ্যে ১২ টি থিয়েটার নির্বাচন করা হয়েছে ১৬ জন বিচারকের সিদ্ধান্তে। এই ১২ টি থিয়েটার মঞ্চস্থ হতে চলেছে ৫ থেকে ১০ নভেম্বর পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে। জানা গিয়েছে সাতজন বিচারক এই ১২ টি থিয়েটার দেখে ১৫ টি পুরস্কার নির্বাচিত করবেন। পুরস্কার মূল্য ৮ লক্ষ টাকারও অধিক। ৫ নভেম্বর শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হতে চলেছে এই থিয়েটার উৎসব।

Previous articleসল্টলেকে যুবকের মৃ*ত্যু, আত্মহ*ত্যা প্ররোচনার অভিযোগে গ্রেফতার প্রেমিকা ও তার বন্ধু
Next articleআফ্রিদির মন্তব্যের কড়া জবাব দিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি