Saturday, November 8, 2025

মৃ*ত মানুষের পরিচয়পত্র বানিয়ে জমি বিক্রি! গ্রেফতার সল্টলেকের ভুয়ো প্রোমোটার

Date:

Share post:

মৃ*ত মানুষের নামে ভুয়ো সরকারি নথি তৈরি করে জমি হাতানোর অভিযোগ। ভুয়ো দলিল (Fake Documents) তৈরি করে কোটি টাকার বিনিময়ে জমি বিক্রির অভিযোগ উঠল সল্টলেকের এক প্রোমোটারের (Salt Lake Promoter) বিরুদ্ধে। সিদ্ধার্থ নাগ (Siddharth Nag) নামে ওই প্রোমোটারকে গ্রেফতার (Arrests) করল বিধাননগর উত্তর থানার পুলিশ (North Bidhannagar Police)।

পুলিশ সূত্রে খবর, চলতি বছর ১৩ অক্টোবর মানিকতলা (Maniktala) এলাকার বাসিন্দা প্রিয়জিৎ মিত্র বিধাননগর উত্তর থানায় অভিযোগ (Complaints) করেন, ১৯৯৭ সালের ৩ জুলাই তাঁর মামা পৃথ্বীশচন্দ্র বসুর মৃ*ত্যু হয়। তাঁর মামার নামে সল্টলেকের বি এ ব্লকে একটি বাড়ি ছিল। যে বাড়িটি মামা মৃ*ত্যুর আগে প্রিয়জিতের নামে উইল করে দেন। তবে উইল করে দিলেও জমির মিউটেশন (Mutation) তিনি করিয়ে উঠতে পারেননি। আর তারপরই বাধে বিপত্তি। চলতি বছর সল্টলেকের বি এ ব্লকে গিয়ে প্রিয়জিৎ দেখতে পান সেই বাড়ি ভেঙে নতুন নির্মাণ শুরু হয়েছে। পরে প্রতিবেশীদের জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, বাড়িরই নীচের তলার বাসিন্দা সিদ্ধার্থ নাগ এই বাড়িটি সুশীল জিন্দাল এবং শশী জিন্দাল নামের দুই ব্যক্তিকে ১ কোটি ৫৭ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।

পরে বিধাননগর পুরনিগমে (Bidhanagar Municipality) খোঁজ নিয়ে তিনি জানতে পারেন বাড়িটি ১৯৯৭ সালে মৃ*ত পৃথ্বীশচন্দ্র বসুর থেকে ২০২১ সালের জুলাই মাসে কিনেছেন সিদ্ধার্থ। পাশাপাশি প্রিয়জিৎ আরও দেখেন, সেই ডিড কপিতে মৃ*ত ব্যক্তির প্যান কার্ড এবং আধার কার্ড সংযোজন করা রয়েছে। এরপরই প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেন প্রিয়জিৎ। পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সিদ্ধার্থ নাগ বাড়ির মৃ*ত মালিকের নামে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে জাল দলিল তৈরি করেন। প্রথমে নিজের নামে মালিকানা নিয়ে নেন, এরপরই সেই বাড়ি কোটি টাকার বিনিময় জিন্দালদের বিক্রি করেন। তবে এই প্রথম নয়, আগেও প্রচুর অবৈধ ঘটনায় নাম জড়িয়েছিল জমি মাফিয়া সিদ্ধার্থ নাগের। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন এলাকায় হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখান থেকে সিদ্ধার্থকে গ্রেফতার করা হয়।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...