অমানবিক: ৮ হাজার শিক্ষক পদ অবলুপ্ত করলো অসম সরকার, ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা

নিয়োগ নেই বেকারত্বের হার বেড়ে চলেছে হুড়মুড়িয়ে। এখানে পরিস্থিতির মাঝেই অসমে ৮০০০ শিক্ষক পদ অবলুপ্ত করল হিমন্ত বিশ্ব শর্মার সরকার(Hemant VishwaSharma)। এ প্রসঙ্গে অসমের(Assam) শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে বড় সংখ্যায় চুক্তিভিত্তিক শিক্ষক সর্বশিক্ষা অভিযানে কর্মরত যার জেরে ৮০০০ শিক্ষক পদ অবলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের রেহানো সিদ্ধান্তে বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলের পাশাপাশি চাকরি প্রার্থীরা।

এ প্রসঙ্গে অসমের শিক্ষা মন্ত্রী রনোজ পেগু বলেন, রাজ্য সরকার ২০২০ সালে নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে ১১ হাজার ২০০৬ জন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করেছে। তাদের বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। শিক্ষকদের সঙ্গে চুক্তিভিত্তিক এই শিক্ষকদের বেতন ও অন্যান্য সুবিধার খুব বিশেষ পার্থক্য নেই। ফলে নতুন করে আর কোন নিয়োগের প্রয়োজন নেই। পাশাপাশি শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারের তরফে শূন্যপদগুলি অবলুপ্তি আর্থিকভাবে বিচক্ষণ সিদ্ধান্ত। যদিও প্রশ্ন উঠছে কম বেতনে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করে কিভাবে এত শিক্ষক পদ অবলুপ্ত করে দিতে পারে সরকার?

Previous article৩০ বছর পর অকল্যান্ডের পুনরাবৃত্তি সিডনিতে, কিউদের হারিয়ে ফাইনালে পাকিস্তান
Next articleউলুবেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃ*ত একই পরিবারের দুই শিশু সহ মোট ৩