Wednesday, January 14, 2026

পটাশপুরের জনসভায় ফের কুণালের কটাক্ষের তির শুভেন্দুর দিকে

Date:

Share post:

পটাশপুর ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের জনসভায় ফের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন,অনেকে প্রশ্ন করছেন যে সব জনসভায় কেন শুভেন্দুকে গালাগাল দেওয়া হচ্ছে।আসলে শুভেন্দু ৮০ শতাংশ তো তোমরা দখলে রেখেছো, তুমি রেখেছো, তোমার বাবা রেখেছে। তিনি তো আবার আজ পর্যন্ত জানেন না যে তিনি আদৌ কোন দলে ! তোমরা ক্ষমতা রেখেছো, দায়িত্ব রেখেছো, বিশ্বাসঘাতকতা করেছো এটুকু গালাগাল তো খেতেই হবে।

কুণালের কটাক্ষ, এ রাজ্য বিজেপির পার্টি অফিস তৃণমূল হয়ে গেল ! শুভেন্দু একজনকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাকে হুমকি দেওয়ালো, এবার ঢুকলে নাকি দৌড় করাবে আমায়।আরে শুভেন্দু তুমি সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরতে পারো। কিন্তু যে ভয় তুমি আমায় দেখাচ্ছ ওগুলো আমি পূর্বজন্মে ফেলে এসেছি। তুমি ভয় পেয়েছো তাই বিজেপির জুতো পালিশ করছো। শুভেন্দুর চোখ রাঙানি, চক্রান্ত বাংলার মানুষ ভয় পাবে না।
নন্দীগ্রামের নির্দিষ্ট একটা অঞ্চলে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ৩৪ জন বিজেপি থেকে ইস্তফা দিয়েছিল। তার মধ্যে ৩৩জন জয়দেব দাসের নেতৃত্বে তৃণমূলে যোগ দিয়েছে। আর একজন বটকৃষ্ণ বলে কয়ে এখনো অব্দি আসেনি, সে তাদের সঙ্গে আছে। শুভেন্দু তার সঙ্গে কথা বলে আগামীকাল নন্দীগ্রামে নিয়ে আসতে চাইছে। যে কর্মীদের সঙ্গে দেখা হত না, কথা বলত না, সেই কর্মীদের পায়ে ধরে তাকে নিয়ে যেতে হচ্ছে।”

কুণালের কটাক্ষ, ”শুভেন্দু অধিকারী বড় নেতা বলে ওকে আক্রমণ করা হয় না। যেহেতু তৃণমূলের একশোটা পদের মধ্যে আশি শতাংশ পদ ও আর ওর পরিবারের লোকজন দখল করে রেখেছিল। তার পরেও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করেছে। তাই মনের ঘেন্না থেকে ওকে বেশি সমালোচনা বেশি করে।”
দিলীপ ঘোষ প্রসঙ্গেও কুণাল ঘোষ বলেন, ”আমার মনে হয় দিলীপ ঘোষ প্রলাপ বকছেন। দিলীপ ঘোষের একটা আইডেন্টিটি ক্রাইসিস চলছে।

আরও পড়ুন- Firhad Hakim : ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়াতে চেতলায় মেয়র

 

spot_img

Related articles

থাইল্যান্ডে রেল দুর্ঘটনা, ক্রেন ভেঙে লাইনচ্যুত ট্রেন! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত...

হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...