Monday, May 5, 2025

আজ নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকেই হুগলির পাওয়ারলুম উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

আজ, বৃহস্পতিবার নদিয়া সফরের তৃতীয় দিনে জেলা আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে মূলত প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটে এই প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথাও আছে তাঁর।

আরও পড়ুন:ভোট এলেই ক্যা! মতুয়ারা নাগরিক না হলে মোদি কী করে প্রধানমন্ত্রী? তোপ দাগলেন মমতা

আজ, নদিয়ার রানাঘাট থেকেই হুগলির গুড়াপে ৯৬টি অত্যাধুনিক (এয়ারজেট) পাওয়ারলুমের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুড়াপে এই পাওয়ারলুমগুলি বসানো হয়েছে। সরকারের দাবি, এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এক হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। প্রায় ৩৫ কোটি টাকা খরচে গড়ে তোলা এই প্রকল্পে পোশাকের জন্য প্রায় দেড় কোটি কাপড় উৎপন্ন হবে। রাজ্যের প্রায় ১.১৭ কোটি স্কুল পড়ুয়াকে ইউনিফর্ম দেয় সরকার। তার জন্য পর্যাপ্ত কাপড় এ রাজ্যেই উৎপাদন করতে পাওয়ারলুম বসানোর উদ্যোগ বলে জানা যাচ্ছে। পাওয়ারলুমের মেশিনের দামের ২০ শতাংশ টাকাও প্রদান করছে রাজ্য। আরও প্রায় ২০০টি পাওয়ারলুম বসানো হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পকে ঘিরে একটি ক্লাস্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন ঘূর্ণির মাটির পুতুল দেখতে ও কিনতে। এমন সমৃদ্ধ এক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই শিল্পকে ঘিরে একটি ক্লাস্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ক্ষুদ্র শিল্প দফতর ক্লাস্টার গড়ার দ্বায়িত্ব দিয়েছে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদকে। ইতিমধ্যে প্রয়োজনীয় একটি সমীক্ষার কাজ শুরুও করেছে পর্ষদ।

Related articles

ভূমিকম্পের পূর্বাভাস মিলবে সংখ্যাতত্ত্বে, গবেষণায় অভূতপূর্ব সাফল্য বাঙালি অধ্যাপকের

জলবায়ু ও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস মিললেও, ভূমিকম্প(Earthquake) বা অগ্ন্যুৎপাতের আগাম সতর্কবার্তা দেওয়া কার্যত অসম্ভব ছিল বিজ্ঞানীদের কাছে। সেই...

বড়বাজারের অগ্নিকাণ্ডের জের! সমস্ত হোটেল-স্কুলে ফায়ার সেফটি অডিট করার সিদ্ধান্ত রাজ্যের 

বড়বাজারের ঋতুরাজ হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। অগ্নিকাণ্ডে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে এবার রাজ্যের...

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...
Exit mobile version