শিলং-দিল্লি হয়ে জেলা সফর, নভেম্বর-ডিসেম্বরে ঠাসা কর্মসূচি অভিষেকের

চলতি নভেম্বরেই দিল্লি যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারও আগে বিধানসভা ভোটে দলের প্রস্তুতি দেখতে মেঘালয় সফর করবেন বলে জানা গিয়েছে।

সদ্য চোখের জটিল (Eye surgery) অপারেশন করে আমেরিকা থেকে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । কিন্তু সেভাবে কোনও বিশ্রাম নয়, বরং রাজনৈতিক কর্মসূচিতে নিজেকে আরও নিয়োজিত করতে চান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। পঞ্চায়েত ভোটকে (Panchayet Election) সামনে রেখে নানা কর্মসূচি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন শাসক তৃণমূলের বিভিন্নস্তরের নেতা-নেত্রীরা। ত্রিস্তর পঞ্চায়েতে রাজ্যের সর্বত্র ঘাসফুল ফোটানোর শপথ নিয়েছেন অভিষেক। ২০২৪ লোকসভা ভোটের আগে এই পঞ্চায়েত নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। ডিসেম্বরের শুরু থেকেই জেলা সফরে যাবেন অভিষেক। ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাঁর জনসভা হওয়ার কথা। এরপর আরও বেশকিছু জেলায় যাওয়ার কথা রয়েছে তাঁর।

তবে সেই কাজে নামার আগে চলতি নভেম্বরেই দিল্লি (Delhi) যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারও আগে বিধানসভা ভোটে দলের প্রস্তুতি দেখতে মেঘালয় (Meghalaya) সফর করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ভিন রাজ্যে যাচ্ছেন অভিষেক।

তবে নিজের সংসদীয় এলাকা দিয়েই একটানা কর্মসূচিতে নামবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, তিনি ডায়মন্ড হারবার যাবেন আগামী ১৫ নভেম্বর। পঞ্চায়েত ভোটের আগে সেখানে পর্যালোচনা বৈঠক রয়েছে। এরপর ১৭ তারিখ দু’দিনের সফরে তিনি যেতে পারেন মেঘালয়ে। শিলংয়ে তাঁর কর্মসূচি রয়েছে। আগামী বছরের শুরুতেই মেঘালয়ে বিধানসভা ভোট। এই মুহূর্তে উত্তর-পূর্বের এই রাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে এই মুহূর্তে দলের পরিস্থিতি খতিয়ে দেখবেন অভিষেক।এরপর শিলং থেকে ফিরে আগামী ২৭ নভেম্বর দু’দিনের দিল্লি সফরে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সংসদে শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারেন ডায়মন্ড হারবারে সাংসদ। রাজধানী শহরে আরও কিছু রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে অভিষেকের। দিল্লি থেকে ফিরেই জেলা সফরে মনোনিবেশ করবেন অভিষেক। প্রথমেই যাবেন পূর্ব মেদিনীপুরে। আগামী ৩ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর খাস তালুক কাঁথিতে রয়েছে বিশাল রাজনৈতিক জনসভা। ১৭ ডিসেম্বর নদিয়ার রানাঘাট যাওয়ার কথা তাঁর।

Previous articleদক্ষিণ ভারতে পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Next articleভেঙে দেওয়া হলো ময়মনসিংহে তসলিমার শেষ স্মৃতিচিহ্ন ‘অবকাশ’