এবার কন্যা অঙ্কিতাকে নিয়ে ইডি দফতরে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী! কেন জানেন?

পরেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে তাঁর মেয়ে অঙ্কিতাকে বেআইনি ভাবে ঘুর পথে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়

এসএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতাকে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া দিয়ে আজ, শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দেন। সূত্রের খবর, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি সংক্রান্ত বিষয়ে বয়ান নেওয়ার জন্যই তাঁদের তলব করেছে ইডি।

পরেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে তাঁর মেয়ে অঙ্কিতাকে বেআইনি ভাবে ঘুর পথে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শুধু তাই নয়, অঙ্কিতার চাকরি দিয়ে দেওয়া হয় যোগ্য প্রার্থী ববিতা সরকারকে। অঙ্কিতার বেতনও হাতে পান ববিতা।

এর আগে চলতি সপ্তাহে সোমবারও পরেশ অধিকারী ইডি তলবে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। ওইদিন
পরেশকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তখন পরেশ জানিয়েছিলেন, কিছু নথিপত্র ফেরত দেওয়ার জন্য তাঁকে ডেকেছিল ইডি। তবে সেগুলি কী ধরনের নথি, তা জানাননি তিনি।

Previous articleKoo App : সোশ্যাল মিডিয়ায় নতুন প্ল্যাটফর্মে যুক্ত হলেন মুখ্যমন্ত্রী
Next articleনয়ডায় গাড়ি থেকে উদ্ধার ২ কোটির বেশি নগদ! পুলিশের জালে বাংলার ১ সহ মোট ৮