Wednesday, December 24, 2025

ফের ডেঙ্গিতে কিশোরীর মৃ*ত্যু, দক্ষিণ দমদমে মশার লার্ভার খবর দিলেই পুরস্কার!

Date:

Share post:

রাজ্যে দাপিয়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। হুগলিতে (Hooghly) হু হু করে বাড়ছে মৃ*ত্যু। বছর ১৫- এর কিশোরীর মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য হুগলির বৈদ্যবাটিতে (Baidyabati) । স্থানীয় সূত্রে জানা যায় বৈদ্যবাটি পুরসভার (Baidyabati Municipality) ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কায়ানাত পরভিন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। জ্বর থাকায় শুক্রবারই শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে (Walsh Hospital)  ভর্তি করা হয়, রাতেই মৃ*ত্যু ওই কিশোরীর। এই নিয়ে একমাসে হুগলিতে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে ১০ জনের মৃ*ত্যু হল। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০০০ এর গণ্ডি। উদ্বিগ্ন প্রশাসন সাফাই অভিযানের পাশাপাশি মশা নিধনের দিকে গুরুত্ব দিচ্ছে পুরসভা।

অন্যদিকে মশা বাহিত এই রোগের বাড়বাড়ন্ত আটকাতে এক অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দমদম পুরসভা (South Dumdum Minicipality) । এবার থেকে কোনও বাড়িতে ডেঙ্গি (Dengue) মশার লার্ভা রয়েছে কি না, সেই খবর দিলেই মিলবে পুরস্কার। তবে এই ঘোষণা কেবল দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জন্যই। লার্ভার খোঁজ দিলেই পুরস্কার দেবে স্থানীয় ক্লাবগুলি। সচেতনতা প্রচারে অংশগ্রহণকারীরা জানাচ্ছেন, কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের (Debasish Banerjee)  উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গি সংক্রান্ত সচেতনতা বাড়াতে স্থানীয় ক্লাবগুলির তরফে এই অভিনব প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তবে পুরস্কার স্বরূপ ঠিক কী মিলবে সেটা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। প্রশাসনের তরফে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফগিং মেশিন দিয়ে মশা তাড়ানোর ধোঁয়া স্প্রে করা, নিকাশি নালায় গাপ্পি মাছ ছাড়ার মতো বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানোর জন্য প্রচার অভিযানও চলছে জোড় কদমে।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...