Thursday, December 4, 2025

ফের ডেঙ্গিতে কিশোরীর মৃ*ত্যু, দক্ষিণ দমদমে মশার লার্ভার খবর দিলেই পুরস্কার!

Date:

Share post:

রাজ্যে দাপিয়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। হুগলিতে (Hooghly) হু হু করে বাড়ছে মৃ*ত্যু। বছর ১৫- এর কিশোরীর মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য হুগলির বৈদ্যবাটিতে (Baidyabati) । স্থানীয় সূত্রে জানা যায় বৈদ্যবাটি পুরসভার (Baidyabati Municipality) ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কায়ানাত পরভিন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। জ্বর থাকায় শুক্রবারই শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে (Walsh Hospital)  ভর্তি করা হয়, রাতেই মৃ*ত্যু ওই কিশোরীর। এই নিয়ে একমাসে হুগলিতে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে ১০ জনের মৃ*ত্যু হল। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০০০ এর গণ্ডি। উদ্বিগ্ন প্রশাসন সাফাই অভিযানের পাশাপাশি মশা নিধনের দিকে গুরুত্ব দিচ্ছে পুরসভা।

অন্যদিকে মশা বাহিত এই রোগের বাড়বাড়ন্ত আটকাতে এক অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দমদম পুরসভা (South Dumdum Minicipality) । এবার থেকে কোনও বাড়িতে ডেঙ্গি (Dengue) মশার লার্ভা রয়েছে কি না, সেই খবর দিলেই মিলবে পুরস্কার। তবে এই ঘোষণা কেবল দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জন্যই। লার্ভার খোঁজ দিলেই পুরস্কার দেবে স্থানীয় ক্লাবগুলি। সচেতনতা প্রচারে অংশগ্রহণকারীরা জানাচ্ছেন, কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের (Debasish Banerjee)  উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গি সংক্রান্ত সচেতনতা বাড়াতে স্থানীয় ক্লাবগুলির তরফে এই অভিনব প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তবে পুরস্কার স্বরূপ ঠিক কী মিলবে সেটা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। প্রশাসনের তরফে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফগিং মেশিন দিয়ে মশা তাড়ানোর ধোঁয়া স্প্রে করা, নিকাশি নালায় গাপ্পি মাছ ছাড়ার মতো বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানোর জন্য প্রচার অভিযানও চলছে জোড় কদমে।

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...