খেতাব হাতছাড়া হলেও দলের খেলায় খুশি বাবর

এরপাশাপাশি বলেন," যেভাবে গত চারটে ম্যাচে সতীর্থরা খেলেছে তা এককথায় অবিশ্বাস্য।

টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ইংল‍্যান্ড। রবিবার ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে জস বাটলারের দল। খেতাব হাতছাড়া হয়েছে পাকিস্তানের। টি-২০ বিশ্বকাপ হাতছাড়া হলেও, দলের খেলায় খুশি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কৃতিত্ব দিলেন টিমকে।

এদিন ম‍্যাচ শেষে বাবর বলেন,” আমাদের ২০ রান কম উঠেছিল। কিন্তু শেষ ওভার পর্যন্ত লড়ে যাওয়া অবিশ্বাস্য ব্যাপার। আমাদের বোলিং বিভাগ বিশ্বের অন্যতম সেরা। আজ দুর্ভাগ্যবশত শাহিনের চোটে ধাক্কা খেয়েছি আমরা। না হলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হতে পারত। কিন্তু এটা খেলারই অংশ। মেনে নিতেই হবে।”

এরপাশাপাশি বলেন,” যেভাবে গত চারটে ম্যাচে সতীর্থরা খেলেছে তা এককথায় অবিশ্বাস্য। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে ওরা। ওদের জন্যেই আমরা ফাইনালে খেলতে পেরেছি।”

আরও পড়ুন:বদলা নিলেন শামি, শোয়েব আখতারের টুইটের পাল্টা দিলেন ভারতীয় পেসার, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Previous articleমমতা থেকে বীরবাহা- বিজেপির কুকথার শিকার তৃণমূল নেত্রীরা, তীব্র প্রতিবাদ সব মহলে
Next articleপাঁশকুড়ার পর ত্রিশক্তি, ফের তৃণমূলের জয়জয়কার সমবায় ভোটে