Saturday, November 8, 2025

দৈনিক খরচ ১০ হাজার! দাম ১০ কোটি, মোষ হলেও গোলুর রোজনামচা হার মানাবে সকলকেই

Date:

Share post:

একটা মোষের দাম ১০ কোটি! একটা মোষের এত দাম শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি। মধ্যপ্রদেশের মুরেনাতে তিন দিনের কৃষক মেলায় হরিয়ানা থেকে এই মোষকে নিয়ে গিয়েছিলেন কৃষক নবীন সিংহ। এই অবিশ্বাস্য় মোষটির নাম গোলু-২।

অদ্ভুত এই নাম ‘গোলু-২’-এর পেছনে রয়েছে একটি কাহিনী। গোলুর এক দাদু ছিল, যার নাম ছিল গোলু-১। দাদুর নাম গোলু-১ থাকায় নাতির নাম হয়েছে গোলু-২। দাদুর থেকেই জন্ম হয়েছে যুবরাজ, শাহেনশাহ এবং সুলতানের। সম্প্রতি হৃদরোগে মৃত্যু হয়েছে সুলতানের।

গোলুর ওজন দেড় টন। প্রতিদিন তার খরচ ১০ লক্ষ টাকা। তার নিরাপত্তায় সর্বদাই থাকেন ১২ জন বন্দুকধারী। কৃষক মেলায় গোলুর নিরাপত্তায় অতিরিক্ত আরও তিনজন পুলিশকর্মী নিয়োগ করেছিলেন স্থানীয় প্রশাসন। নবীন জানিয়েছেন, গোলুর খাদ্য তালিকায় দিনের শুরুতেই রয়েছে ১০ কেজি ভুষি। তার ঠিক দেড় ঘণ্টা বাদে দেশি ঘি মেশানো ৭ লিটার দুধ খায় গোলু। এর পর তাকে বেঁধে রাখা হয় রোদে। গোলুর স্নানের জন্য রয়েছে আড়াই হাজার বর্গফুটের একটি সুইমিং পুল। স্নানের পর দুপুর বেলা ১৫ কিলো ভুষি এবং ঘাস মিলিয়ে খেতে দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় গাজর, মুসাম্বি সহ নানা ধরনের মৌসুমি ফল। সারা দিনে ২০ লিটার দুধ খায় গোলু।

বাজারে গোলুর বীর্যের প্রচুর চাহিদা রয়েছে বলে দাবি নবীনের। একবারে ১৫০০ থেকে ২০০০ বীর্য নিষ্কাশন করা হয়। প্রতি ইউনিট বীর্যের দাম ৩০০ টাকা। শুধু বীর্য বিক্রি করেই প্রতি মাসে ১২ লক্ষ টাকা আয় করেন তিনি। নবীনের কথায়, “গোলুকে প্রতিটি পশু মেলায় নিয়ে যাই। ও আমার সন্তানের মতো। মেলায় নিয়ে গেলেও গোলুকে বিক্রি করার ইচ্ছা নেই।”

আরও পড়ুন- পোষ্য বাজপাখিকে মারার অভিযোগ! রাগে মাকে পুড়িয়ে মারল যুবক

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...