Saturday, May 3, 2025

শুভেন্দুর মিথ্যে টুইট! তীব্র নিন্দা কুণালের, বিজেপি বিধায়কের মানসিক সুস্থতা কামনায় ফুল পাঠাবে TMC

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) শিশুপুত্রকে জড়িয়ে মিথ্যে টুইট বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর! রবিবার সন্ধেয় সাংবাদিক বৈঠক করে তার তীব্র নিন্দা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

ফুটবলপ্রেমী অভিষেক ডায়মন্ড হারবারে খেলোয়াড়দের নিয়ে ফুটবল দল করেছেন। আত্মপ্রকাশের প্রথম মরসুমেই তারা অত্যন্ত ভালো পারফর্ম করছে। সেই উপলক্ষ্যে খেলোয়াড়দের উৎসাহ দিতে তাঁদের সঙ্গে খাওয়া-দাওয়া করেছেন অভিষেক। সেই ছবিকে তৃণমূল সাংসদের তিন বছরের শিশুপুত্রের জন্মদিনের পার্টি বলে কটাক্ষ করে টুইট করেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এই ঘটনার তীব্র নিন্দা করে শুভেন্দুকে তুলোধনা করেন কুণাল ঘোষ। তিনি স্পষ্ট জানান, শুভেন্দুর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। ছড়া কেটে কুণাল বলেন, “জল পড়ে পাতা নড়ে, পাগলা শুভেন্দু মাথা নাড়ে”।

এর পরেই তীব্র আক্রমণ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, বিজেপির এতটাই রাজনীতি অবক্ষয় হয়েছে, যে একটা তিনবছরের শিশুকে টেনে এনে মিথ্যা প্রচার করছে শুভেন্দু অধিকারীরা। কটাক্ষ করে কুণাল বলেন, ‘অভিষেক ফোবিয়া’য় ভুগছেন শুভেন্দু অধিকারী। চারিদিকে তিনি শুধু অভিষেক দেখতে পাচ্ছেন। আসল কারণ হিসেবে তৃণমূল মুখপাত্রের দাবি, নন্দীগ্রামে পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছেন বিজেপি বিধায়ক। ফলে তিনি ক্রমশ ভয় পাচ্ছেন। অতিরিক্ত লোভের কারণেই শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক বিকৃতি হয়েছে বলে খোঁচা দেন কুণাল।

একইসঙ্গে তৃণমূল মুখপাত্রের মন্তব্য, শুভেন্দু যদি মানসিকভাবে সুস্থ না হন, তাহলে তৃণমূলের সঙ্গে লড়বেন কী করে! সেই কারণেই সোমবার থেকে যুব তৃণমূলের নেতা-কর্মীরা, শুভেন্দু অধিকারীকে তাঁর মানসিক সুস্থতা কামনা করে তিনটে জিনিস পাঠাবেন। একটি গোলাপ ফুল, একটি গ্রিটিংস কার্ড ও সঙ্গে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি। কুণালের কটাক্ষ, এই শুভেচ্ছাবার্তাতেই সেরে উঠবেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন- Nandigram: তৃণমূলের শহিদ-স্মরণ মঞ্চ পোড়ানোর অভিযোগে খেজুরিতে ধৃত ৩ বিজেপি কর্মী

 

spot_img

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...