Wednesday, November 12, 2025

শুভেন্দুর মন্তব্যে ক্ষমা চাইতে পারবেন মোদি- শাহ? বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের 

Date:

বেশ কয়েকদিন ধরে রাজ্যের কারা প্রতিমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে । নন্দীগ্রামে অখিল গিরি বেফাঁস মন্তব্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে। তাই নিয়ে বিরোধীরা মাঠে নেমে পড়েছে। অখিল গিরির বিরুদ্ধে হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  নিজে মন্ত্রীর মন্তব্যের দায়ভার নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন প্রকাশ্যে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপিকে। এদিন ডায়মন্ড হারবারে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপর সাংবাদিক বৈঠক করেন । সেখানেই অখিল গিরির মন্তব্য সংক্রান্ত বিষয়টি উঠে আসে।

এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, “আমরা কেউ অখিল গিরির মন্তব্যকে সমর্থন করি না। মুখ্যমন্ত্রীও ক্ষমা চেয়েছেন।” আর ঠিক এরপরেই তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিজেপির দিকে। একসময় তৃণমূলের বর্তমান মন্ত্রী তথা জঙ্গলকন্যা বীরবাহা হাঁসদাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। আর সেই প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ ছোঁড়েন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার।

অভিষেক বলেন, “অখিল গিরির মন্তব্যের জন্য তো মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নিজে ক্ষমা চেয়েছেন, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীরা পারবেন?” এদিন শুভেন্দু অধিকারীসহ বিজেপি নেতাদের তুলোধোনা করে অভিষেক বলেন, “উনি কী বলেছেন? বীরবাহা হাঁসদাদের জুতোর তলায় রাখেন! তার মানে গোটা তপশিলি জাতি-উপজাতির মানুষকে অপমান করেছেন রাজ্যের বিরোধী দল নেতা। তাহলে এর জন্য ক্ষমা চাইতে পারবেন মোদি, শাহ?” যদিও অভিষেকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন- বারাকপুরে শিশু দিবস উদযাপন ও বাংলার গর্ব-সমাজ বন্ধু সম্মাননা প্রদান অনুষ্ঠান

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version