AIIMS: দিল্লির এইমসে চার বছরের শিশুর খাবারে আরশোলা !

ডালে আরশোলা পড়ে থাকার ছবি তুলে টুইটারে পোস্টও করেছেন কেউ কেউ। এরপরই ঘটনাটি গোটা দেশের সামনে চলে আসে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে খাবারের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

দেশের অন্যতম নামি হাসপাতালে খাবার নিয়ে তুলকালাম। রোগীকে (Patient)পরিবেশন করা খাবারে মিলল আরশোলা (Cockroch)! ঘটনা দেশের প্রথমসারির হাসপাতাল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (All India Institute of Medical Science ) অর্থাৎ এইমস।

জানা গিয়েছে, হাসপাতালে অস্ত্রোপচার হওয়া চার বছরের এক শিশুকে এই খাবার দেওয়া হয়। তাতে ছিল ডালও। সেই ডালের বাটির মধ্যে আরশোলা পড়ে থাকতে দেখা যায়! বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়।

ডালে আরশোলা পড়ে থাকার ছবি তুলে টুইটারে পোস্টও করেছেন কেউ কেউ। এরপরই ঘটনাটি গোটা দেশের সামনে চলে আসে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে (AIIMS) খাবারের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে ওই শিশুটির মা জানান, “অস্ত্রোপচারের পর হাসপাতালের চিকিৎসকরা বলেছিলেন তরল জাতীয় খাবার খাওয়াতে। চিকিৎসকদের সেই নির্দেশ অনুযায়ী হাসপাতাল কর্মীরা দই এবং এক বাটি ডাল দিয়েছিল। সেই ডালেই আরশোলা পাওয়া যায়।” বিষয়টি ইতিমধ্যেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানাও গিয়েছে। তবে বিষয়টি নিয়ে জনসমক্ষে কোনওরকম মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এইমস-এ (AIIMS) খাবারের মান নিয়ে অভিযোগ এই প্রথম নয়। গত আগস্ট এবং সেপ্টেম্বরেও এমনই দুটি ঘটনার কথা জানা গিয়েছিল। সেবার খোদ চিকিৎসকদের ক্যান্টিনেই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার একটি শিশুর খাবারে আরশোলা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

Previous articleডেকে পাঠিয়েও পর্ষদ সভাপতির হাজিরার নির্দেশ প্রত্যাহার বিচারপতির
Next articleবীরবাহাকে কুরুচিকর মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের