Hooghly: তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুর পরিশ্রুতকরণ প্রকল্পের সূচনায় ফিরহাদ হাকিম

তারকেশ্বর মন্দির (Tarakeswar Temple) পুণ্যার্থীদের কাছে ভীষন প্রিয় এক তীর্থক্ষেত্র। তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধ পুকুরে স্নান করার পর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে প্রত্যেক বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় সেখানে। দীর্ঘদিন ধরে এই পুকুর পরিশ্রুতকরণের জন্য সাধারণ মানুষ এবং মন্দির ট্রাস্টি বোর্ডের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল। এরপরই রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে এই বিষয়টি নিয়ে আলোচনা করার পর সংস্কারের বিষয় ইতিবাচক পদক্ষেপ করা হয়। ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌরবিষয়ক দফতরের অধীনস্থ সংস্থা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের তরফ থেকে ১১ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে দুধপুকুর পরিশ্রুতকরণের প্রকল্পের সূচনা হল। উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), বেচারাম মান্না (Becharam Manna),তারকেশ্বরের মঠের মঠাধীস শ্রীমৎ দণ্ডীস্বামী , আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar), হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, হুগলি জেলার জেলাশাসকসহ অন্যান্যরা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারকেশ্বরের বিধায়ক তথা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রামেন্দু সিংহ রায়। মন্দির কমিটির তরফ থেকে এই প্রকল্পের উদ্বোধনের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। স্থানীয়রা বলছেন এই দুধপুকুর তারকেশ্বর মন্দিরের মাহাত্ম্যের সঙ্গে জড়িত, তাই এর সঠিক রক্ষণাবেক্ষণ হওয়াটা দরকার। স্বভাবতই এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় খুশি এলাকার মানুষ।

 

Previous articleশতরান অনুষ্টুপের, বিজয় হাজারে ট্রফিতে পুদুচেরিকে ৮ উইকেটে হারাল বাংলা
Next articleএসএসকেএম হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল