Friday, August 22, 2025

পঞ্চায়েত নির্বাচনের আগে তৎপর রাজ্য পুলিশ! বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে উদ্ধার তাজা বোমা

Date:

বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল কেশপুর (Keshpur)। স্থানীয় চড়কা গ্রামে বোমার (Bombs) আঘাতে এক তৃণমূল কর্মীর হাত উড়ে যায়। ঘটনার ২৪ ঘণ্টাও কাটতে না কাটতেই এবার কেশপুরের চড়কা গ্রামের একটি কালভার্টের (Calvert) নীচ থেকে উদ্ধার হল ২৫টি তাজা বোমা। পরে বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় (Defuse) করে। ঘটনাস্থলে নিয়ে আসা হয় ফায়ার ব্রিগেডের (Fire Brigade) গাড়িও। তৃণমূল নেতা অজিত মাইতির অভিযোগ, বিজেপি (BJP) ও সিপিএম (CPIM) মিলে পঞ্চায়েত নির্বাচনের আগে কেশপুরকে অশান্ত করার চেষ্টা করছে। এদিকে কেশপুরের চরকা গ্রামে বোমা বিস্ফোর*ণের ঘটনায় ৬ জনকে গ্রেফতার (Arrests) করেছে পুলিশ।

পাশাপাশি বৃহস্পতিবার কুলপিতে বোমা ফেটে জখম (Ijured) ২ শিশু। কুলপি থানার (Kulpi Police Station) ছামনাবনি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, ছামনাবনি গ্রামের একটি পোলের তলায় প্লাস্টিকে মোড়া অবস্থায় পড়েছিল বোমাগুলি। ৩ নাবালক সেই প্লাস্টিকের মধ্যে থাকা বোমা তুলে এনে বল ভেবে ছুঁড়ে খেলতে যায়। তখনই ওই বোমাগুলি থেকে বিস্ফো*রণ ঘটে। বিস্ফো*রণের ঘটনায় আহত হয় ২ নাবালক। আহতদেরকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের। ইতিমধ্যে বোমা উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। পাশাপাশি এলাকা থেকে ৫টি তাজা বোমা ও একটি লোডেড আগ্নে*য়াস্ত্রও উদ্ধার হয়েছে।

এদিকে মিনাখাঁর (Minakhan) বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ বছরের বালিকার। ইতিমধ্যে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে বাড়ি মালিক ও বিস্ফোর*ণে মৃত নাবালিকার মামাকেও। মামার বাড়িতে বেড়াতে গিয়েই বোমা বিস্ফো*রণে মৃত্যু হয় নাবালিকার। বসিরহাট জেলার মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাইন পাড়ার ঘটনা। বুধবার সন্ধেয় খেলতে খেলতে খড়ের গাদায় বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখতে পায় ঝুমা। বল ভেবে সেটা কুড়োতে গিয়েই ঘটে বিপত্তি। সে হাত দিতেই বিকট শব্দে বিস্ফো*রণ হয়। ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় শিশুটির।

আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। এদিকে রাজ্যে নির্বাচনের সময় এগিয়ে আসতেই, ক্রমশ ছড়িয়ে পড়ছে হিংসার আবহ। তবে ইতিমধ্যে রাজ্য পুলিশের কড়া প্রহরায় বাংলার একাধিক জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে অস্ত্র, বোমা, কার্তুজ। নির্বাচনের আগে দুষ্কৃ*তীরা যাতে কোনভাবেই রাজ্যের শান্ত পরিবেশকে অশান্ত করতে না পারে তাঁর জন্য ইতিমধ্যেই নবান্নের তরফে পুলিশকে সতর্ক করা হয়েছে। আর সেই মতোই একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে তাজা বোমা উদ্ধার করছে রাজ্য পুলিশ।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version