Thursday, August 28, 2025

এই নিয়ে তৃতীয়বার। অবসরগ্রহণের দিনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অধিকর্তা হিসাবে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়াল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে একটি নোটিস দিয়ে সঞ্জয়কে তাঁর মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। তৃতীয়বার মেয়াদ বৃদ্ধির ফলে আগামী বছর তিনি ইডি অধিকর্তা হিসাবে পাঁচ বছর পূর্ণ করবেন।

আরও পড়ুন:খনি দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা হেমন্ত সোরেনের

কেন্দ্রীয় সূত্রে খবর, একাধিক রাজ্যে আর্থিক তছরুপ সংক্রান্ত একাধিক মামলার তদন্ত চলছে। এই মামলাগুলি যাতে যথাযথভাবে নিষ্পত্তি হয়, সেই কারণেই ইডি অধিকর্তা হিসাবে সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়ানো হল। উল্লেখ্য, সঞ্জয় কুমার মিশ্রই ইডির প্রথম অধিকর্তা যার কাজের মেয়াদ বাড়ানো হয়েছিল। ২০২০ সালে প্রথমবার এক বছরের জন্য তাঁর পদের মেয়াদ বাড়ানো হয়। এরপর কেন্দ্রের তরফে একটি বিশেষ অর্ডিন্যান্স আনা হয়। সেই অর্ডিন্যান্সে বলা হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআইয়ের অধিকর্তাদের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অবধি বৃদ্ধি করা যাবে।

৬২ বছরের আইআরএস কর্তা ২০১৮ সালে যোগ দিয়েছিলেন ইডি অধিকর্তা হিসাবে। তার পর ২০২০ সালে প্রথম এবং ২০২১ সালে আরও এক বার পদের মেয়াদ বাড়ানো হয়েছিল তাঁর। বৃহস্পতিবার কেন্দ্র আবার সঞ্জয়ের মেয়াদ বাড়ানোয় ইডির অধিকর্তা হিসাবে সর্বোচ্চ পাঁচ বছরের মেয়াদ বৃদ্ধির সীমাও ছুঁয়ে ফেললেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালেই সঞ্জয়ের মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সে বার কেন্দ্রের সিদ্ধান্তই বজায় রেখেছিল। তবে একই সঙ্গে জানিয়ে দিয়েছিল, ইডি অধিকর্তা হিসাবে সঞ্জয়ের মেয়াদ আর বৃদ্ধি করা যাবে না। কিন্তু ২০২১ সালে সঞ্জয়ের অবসরের দু’দিন আগেই একটি অর্ডিন্যান্স এনে ইডি এবং সিবিআই ডিরেক্টরের পদের মেয়াদ বৃদ্ধির সীমা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বাড়িয়ে দেয় কেন্দ্র।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version