Thursday, August 28, 2025

ভারত জোড়ো যাত্রায় রাহুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! বাড়ল নিরাপত্তা

Date:

প্রাক্তন কংগ্রেস সভাপতি (Former Congress President Rahul Gandhi) রাহুল গান্ধীকে খু*নের হুমকি। ভারত জোড়ো (Bharat Jodo Yatra) যাত্রা চলাকালীনই এবার বোমা মেরে রাহুলকে উড়িয়ে দেওয়ার হুমকি (Threat) চিঠি। মধ্যপ্রদেশের ইন্দোর পুলিশের হাতে এমনই একটি বেনামি হুমকি চিঠি এসে পৌঁছেছে। আর ওই হুমকি চিঠিতে বলা হয়েছে, রাহুল ইন্দোরে পা রাখলেই তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বাবার মতোই পরিণতি হবে ছেলের। তবে শুধু রাহুলই নন, হুমকির মুখে পড়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও (Kamal Nath)। এদিকে হুমকি চিঠি পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে রাহুলের।

পুলিশ সূত্রে খবর, ইন্দোরের একটি মিষ্টি দোকানে চিঠিটি পাওয়া যায়। তবে চিঠিটি কে বা কারা লিখেছে তা এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যে বিষয়টির তদন্ত (Investigation) শুরু করেছে ইন্দোর পুলিশ (Indore Poilice)। এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শুক্রবার ভারত জোড়ো যাত্রার ৭২ তম দিন। এদিন মহারাষ্ট্রের বালাপুর থেকে শুরু হয়েছে যাত্রা। অন্যান্য দিনের মতো এদিনও হাঁটতে হাঁটতেই স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় সোনিয়া তনয়কে। প্রায় আড়াই মাস ধরে চলছে রাহুলের ভারত জোড়ো যাত্রা। তামিলনাড়ু থেকে শুরু হয়ে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পেরিয়ে যাত্রা আপাতত মহারাষ্ট্রে। সেখানে পা দিয়েই হুমকি চিঠি পেলেন রাহুল। আগামী ২৪ নভেম্বর ইন্দোরের খালসা স্টেডিয়ামেই রাত্রিবাস করার কথা কংগ্রেস নেতার। তবে এমন চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতাদের উদ্বেগ বাড়ছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version