Thursday, December 11, 2025

“বিজেপি যেখানে জিতবে, সেখানেই টাকা যাবে”, পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক সুকান্ত

Date:

Share post:

বিজেপি যেখানে পঞ্চায়েত পাবে, সেখানে টাকা পাঠাবেন, অন্য কোথাও টাকা পাঠাবেন না। শুক্রবার এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumder)। সুকান্ত জানান, রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election) শেষ হওয়ার পর, আমরা মোদিজিকে (Narendra Modi) গিয়ে বলব, যেখানে আমাদের পঞ্চায়েত জিতেছে, সেখানেই টাকা দিন, বাকি সব টাকা বন্ধ করে দিন।

তবে ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে মোদি সরকার টাকা দিচ্ছে না অভিযোগ তুলে অবিলম্বে বরাদ্দ মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর কেন্দ্রীয় অনুদান ইস্যুতেই এদিন পাল্টা হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কেন্দ্রকে জিএসটির (GST) টাকা নিতে বন্ধ করে দিতে। ওনার পৈত্রিক সম্পত্তি নাকি? জিএসটি-র সঙ্গে গ্রামীণ প্রকল্পের টাকার কোনও যোগ নেই। প্রকল্প ভিত্তিক টাকা কেন্দ্রের থেকে আসে। টাকার কোনও হিসাব ওরা দেয় না। টাকার হিসাব না দিলে, এরপর থেকে এক টাকাও পাবেন না।

এর আগে বৃহস্পতিবার ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, বড় ডান্ডা হাতের কাছে রাখবেন। তৃণমূলের কেউ যদি অন্যরকম করে, এখানকার শেখ সুফিয়ান যদি কিছু করেন, তাহলে আগে ডান্ডা দিয়ে সোজা করে দেবেন।

spot_img

Related articles

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...