শুক্রবার শুরু হল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন

শুক্রবার শুরু হল রাজ্য বিধানসভার (Assembly) শীতকালীন অধিবেশন। প্রথামাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে এদিন দুপুরে অধিবেশনের সূচনা হয়। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব, ওআরএস-এর আবিষ্কর্তা বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ দীলিপ মহলানবিশ, টেনিস খোলোয়ার তথা প্রশিক্ষক নরেশ কুমারের উদ্দেশ্যে শোকপ্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তারপরেই বিধানসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়।এবারের অধিবেশন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

এই অধিবেশনে আপাতত চারটি বিল সভায় পেশ করা হবে বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে আসন্ন বিধানসভায় দুটি বিল আনা হচ্ছে। তার মধ্যে একটি হল পুর নিগমগুলিতে দুটি ডেপুটি মেয়র পদ সৃষ্টির জন্য। অন্যটি হল, বাড়ির নকশা, মিউটেশনের সময়সীমা কমিয়ে আনা হতে পারে। পাশাপাশি পুরসভার এক্সিকিউটিভ অফসারদের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব থাকছে বিলে। এছাড়া আগামী ২৫ শে নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে সভায় সংবিধানের বিশেষ তাৎপর্য নিয়ে আলোচনা হবে। সেদিন সেদিন কোনো প্রশ্নোত্ত র হবে না। দ্বিতীয়ার্ধে বিধানসভার নবনির্মিত লাইব্রেরী এবং সভাকক্ষের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই লাইব্রেরী ও সভা কক্ষের উদ্বোধন করবেন।

আরও পড়ুন- পুলিশ-হকার যোগ জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি ফিরহাদের

 

Previous articleপুলিশ-হকার যোগ জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি ফিরহাদের
Next articleঐন্দ্রিলার কঠিন লড়াইয়ের পাশে অরিজিৎ সিং, নিচ্ছেন অভিনেত্রীর চিকিৎসার দায়িত্ব