ব্যান্ডেল নলডাঙ্গা প্রাইমারি স্কুলের মাঠে ছড়িয়ে তাজা বো*মা, এলাকায় আতঙ্ক

সাতসকালে প্রাইমারি স্কুলের মাঠে তাজা বোমা ছড়িয়ে থাকায় আতঙ্ক ছড়াল ব্যান্ডেলে (Bandle)। সোমবার ব্যান্ডেল নলডাঙ্গা প্রাইমারি স্কুল মাঠে বেশ কয়েকটি তাজা বো*মা (Bomb) ছড়িয়ে থাকতে দেখা যায়। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনের আগে তৎপর রাজ্য পুলিশ! বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে উদ্ধার তাজা বোমা

এলাকাবাসীর মতে, এই মাঠে খেলা করে ছোট শিশুরা। আর এখানেই এভাবে ছড়িয়ে রয়েছে তাজা বোমা। যেকোনো সময়ে বড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাজা বোমা পরে থাকতে দেখে এলাকার মানুষ দূর থেকে জল দিতে শুরু করে। খবর দেওয়া হয় পুলিশে (Police)। এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder) বলেন, এটা দুষ্কৃতীদের কাজ। পুলিশকে বলব ঘটনার পূর্ণ তদন্ত করে সত্য সামনে আনতে। এলাকায় আতঙ্ক ছড়াতে এটা বিজেপির (BJP) কাজ বলে অভিযোগ তাঁর। তৃণমূল (TMC) সব সময় দুষ্কৃতী দমনে প্রাধান্য দেয়।