কিং খানের মন্নতের নেমপ্লেট এখন হিরেখচিত! দেখে নিন ছবি

বলিউড বাদশাহ-র বাড়ির নেমপ্লেট এবার হিরেখচিত। আরব সাগরের তীরে মন্নতের সামনে ঘুরতে গেলেই সেলফি ছিল মাস্ট। মন্নতের নেমপ্লেট অনুরাগীদের কাছে সব সময়ই অন্যতম জনপ্রিয় ছিল। এবার তার ভোলবদল হল। পুরনো নেমপ্লেটই এখন থেকে হিরেখচিত।

আরও পড়ুন:শাহরুখের জন্মদিনে মন্নতে জনসমুদ্র, রুপোলি পর্দায় ফিরছে জনপ্রিয় DDLJ

এর আগে অবশ্য একটি ব্ল্যাকবোর্ডের ওপর এই মন্নত এবং ল্যান্ডস এন্ড কথাটি লেখা থাকত। অনুরাগীরা কিং খানের এই নতুন নেমপ্লেটের ছবি ইতিমধ্যেই শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়।

অনুরাগীরাই জানিয়েছেন, নেমপ্লেটের নতুন এই ডিজাইনটি করেছেন কিং খানের স্ত্রী গৌরি খান। যদিও শাহরুখ খানের তরফে এখনও এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আগেই হোম ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে গৌরির নাম সুপরিচিত। বলিউড জগতের এজাধিক তারকার বাড়িতেই তাঁর হাতের কাজ দেখা যায়।

জানা গেছে, শাহরুখ খানের ‘মন্নত’ এর বাড়িটির মূল্য প্রায় ২০০ কোটি টাকা। ছ’তলার এই বাড়িতে নিজেদের ঘর,কিচেন তো রয়েইছে সঙ্গে সুইমিং পুল , জিম থেকে শুরু করে প্লে গ্রাউন্ড প্রায় সবকিছুই রয়েছে।