কচ্ছপকে জিভ ভেঙানোর মজা টের পেলেন যুবক! দেখুন ভিডিও

কচ্ছপ যে মোটেই দুর্বল প্রাণী নয়, তা আগেও বহুবার প্রমাণ দিয়েছে। ছোটবেলায় কচ্ছপ ও খরগোশের গল্প মনে আছে প্রায় সকলেরই। আরও একবার তার জ্বলন্ত উদাহরণ দিল কচ্ছপ। এবার কচ্ছপকে জিভ ভেঙানোর মজা হাড়ে হাড়ে টের পেলেন এক যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এমনই এক ভিডিও। যদিও তারপরের ঘটনা শিউড়ে ওঠার মত।

আরও পড়ুন:ঐন্দ্রিলা-সব্যসাচীর মতোই রঙিন প্রেমকাহিনী প্রার্থনা-বিটুপানের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

ভিডিওতে দেখা যাচ্ছে, তিন-চার বার কচ্ছপের মুখের সামনে জিভ বার করতেই আচমকা কামড়ে ধরল কচ্ছপটি। টানাটানি করে জিভ ছাড়ানোর চেষ্টা করতে দেখা যায় যুবককে। তার পরই ভিডিওটি শেষ হয়ে যায়।


ভিডিওটি ভাইরাল হতেই অনেকে যুবককে তাঁর কর্মকাণ্ডের জন্য কটাক্ষ করেছেন। কেউ কেউ বলেছেন, “যেমন কর্ম, তেমন ফল।” আবার অনেকে বলেছেন, কোনও পশুকে বিরক্ত করলে এমন শিক্ষাই পাওয়া উচিত। নেটাগরিকদের একাংশ আবার যুবকের এই কাজে ক্ষোভ প্রকাশ করে ‘উচিত শিক্ষা’ বলে উল্লেখ করেছেন।

‘ভিসিয়াস ভিডিয়োস’ নামে টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। বহু মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন এবং তা শেয়ারও করেছেন। এমনকি ওই যুবকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।