Weather update: ফের পারদ পতন ! রাজ্যজুড়ে শীতের দারুন স্পেল

তাপমাত্রার পারদ বৃহস্পতিবার ছিল ১৬.৫ ডিগ্রি। এরপরে শুক্রবার তা বেড়ে হয় ১৭.৬ ডিগ্রি। যদিও শনিয়ার ফের পারদ কমে হয় ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

মাঝে সামান্য বেড়েছিল বটে কিন্তু ফের নিজের জায়গাতেই স্বচ্ছন্দ ব্যাটিং শীতের(Winter)। কমল তাপমাত্রা (Temperature), ফের পারদ পতনে রাজ্যজুড়ে শীতের আমেজ (Winter in West Bengal)। শনিবার আবার ১৬ এর ঘরে পারদ। অবাধ উত্তুরে হাওয়ায় আগামীকাল রবিবার আরও বাড়বে ঠান্ডা, মত হওয়া অফিসের (Weather Department)।

তাপমাত্রার পারদ বৃহস্পতিবার ছিল ১৬.৫ ডিগ্রি। এরপরে শুক্রবার তা বেড়ে হয় ১৭.৬ ডিগ্রি। যদিও শনিয়ার ফের পারদ কমে হয় ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।রাজ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই শীতের আমেজ চলবে। আগামী চার পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। বাতাসে জলীয় বাষ্প ক্রমশ নিম্নমুখী বাতাসের গতিপথ সাগরের দিকে রয়েছে। এর ফলে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে, কোনও বাধার সম্ভাবনাই নেই। তাই শনিবার এবং রবিবার চুটিয়ে শীত উপভোগ করবেন বঙ্গবাসী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

 

Previous articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ
Next articleFIFA WC 2022 : মধ্যরাতে গোলশূন্য ম্যাচ, তবু মাঠে দাপট দেখাল যুক্তরাষ্ট্র