Monday, August 25, 2025

বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় বিরোধীদের হট্টগোল, মুলতুবি প্রস্তাব খারিজ অধ্যক্ষের

Date:

আদালতের বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় (Assembly) হৈ হট্টগোল বিজেপি (BJP) বিধায়কদের। শিক্ষক নিয়োগে রাজ্য মন্ত্রিসভার হস্তক্ষেপেই অযোগ্যদের চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে গোলমাল করেন বিজেপি বিধায়করা। সোমবার, বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে দৃষ্টি আকর্ষণ পর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ ১০ বিজেপি বিধায়ক একটি মুলতুবি প্রস্তাব এনে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টির উপর আলোচনা দাবি করেন। বিচারাধীন বলে সেই দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এরপরেই বিজেপি সদস্যরা সভাকক্ষে স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণ পরে তাঁরা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট (Walk Out) করেন।

আরও পড়ুন- ত্রিশূলবিদ্ধ নদীয়ার যুবক! বিরল অস্ত্রোপচারে ফের নজির NRS-এর, ধৃত ২

শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতের বিচারাধীন। সভা মুলতবি সেই বিষয় নিয়ে আলোচনা চায় বিজেপি। কিন্তু বিচারাধীন বিষয় হওয়ায় সেই প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ। তিনি বলেন, আদালতে যে বিষয়ে মামলা চলছে, তা নিয়ে আলোচনা করা যায় না। এরপরেই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

এবিষয়ে তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিধায়নসভায় রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ান দেওয়া হয়। ডবল ইঞ্জিনের সরকারের তুলনায় বাংলায় তৃণমূল সরকারে অনেক বেশি কাজ করে। সেটা প্রকাশ হয়ে পড়বে এই ভয়েই বিভিন্ন কারণে গোলমাল করে অধিবেশন ত্যাগ করে বিজেপি।

এদিন, মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেও বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি পরিষদীয় দল। এর প্রতিবাদে মঙ্গলবার দলের মহিলা বিধায়করা সবাই মুলতুবি প্রস্তাব আনবেন বলে বিজেপি সূত্রে খবর।

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version