Tuesday, November 4, 2025

আজ ব্রাজিলের সামনে সুইজারল্যান্ড

Date:

Share post:

আজ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সার্বিয়াকে হারিয়ে দাপটে বিশ্বকাপ শুরু করেও অধিনায়ক নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের গোড়ালির চোট ব্রাজিলকে বড় ধাক্কা দিয়েছে। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছেন নেইমার। সোমবার রাতে গ্রুপ ‘জি’-র ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে তিতের দল। নেইমারহীন ব্রাজিলের পরীক্ষা। তবে সেলেকাওদের এবারের দলটি একেবারেই নেইমার-নির্ভর নয়। কোচের হাতে একাধিক বিকল্প রয়েছে। তবে নেইমার বিশ্বকাপেই চোট সারিয়ে দ্রুত মাঠে নামার চেষ্টা করছেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের দেখিয়েছেন, তাঁর চোটের অবস্থা। ছবিতে স্পষ্ট, নেইমারের ডান পায়ের গোড়ালি এখনও ফুলে আছে।

রবিবার ফুটবলার মার্কুইনহোস বললেন, ‘‘নেইমার উন্নতি করছে। এখনই বলা যাবে না কবে ও মাঠে নামবে। তবে আমাদের আশা, খুব তাড়াতাড়ি ও ফিরবে।” নেইমারকে এখন ফ্রি-জোনে খেলান তিতে। তাঁর পরিবর্ত হিসেবে আক্রমণভাগে রডরিগো বা অ্যান্টনিকে ব্যবহার করতে পারেন ব্রাজিল কোচ। সার্বিয়া ম্যাচে মাঝমাঠে কাসিমেরোর পাশে খেলা পাকুয়েতা অসুস্থ। তাঁর পরিবর্তে খেলতে পারেন ফ্রেড। রাইট ব্যাক দানিলোও নেই। তাঁর জায়গায় অভিজ্ঞ দানি আলভেস অথবা এডের মিলিটাও খেলতে পারেন। ব্রাজিলের আক্রমণভাগ অন্যতম সেরা। সার্বিয়ার বিরুদ্ধে টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসনের করা বাইসাইকেল কিকে গোলটি নিয়ে এখনও চর্চা চলছে। সোমবারের ম্যাচেও এমন গোলের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। অনুশীলনে নিয়মিত অ্যাক্রোবেটিক ভলিতে গোল করার অনুশীলন করেন। নেইমার না থাকলেও ম্যাচ জিততে অসুবিধা হবে না বলেই মনে করছে সেলেকাও শিবির। তিতের দল আক্রমণাত্মক টিম-গেমেই বিশ্বাসী।

এদিকে প্রতিপক্ষ হিসেবে সুইজারল্যান্ড যথেষ্ট শক্তিশালী। এমবোলো, শাকিরি, ভার্গাসরা প্রথম ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছেন। গতবার রাশিয়া বিশ্বকাপে তিতের দলের সঙ্গে ম্যাচ ১-১ ড্র করেছিল সুইসরা। তাই প্রতিপক্ষ নিয়ে সতর্ক ব্রাজিল।

আরও পড়ুন:স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র জার্মানির

 

spot_img

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...