Friday, December 5, 2025

নদী ভাঙন নিয়ে মাস্টারপ্ল্যান, প্রধানমন্ত্রীর কাছে সর্বদলীয় প্রতিনিধি দল যাচ্ছে রাজ্য থেকে

Date:

Share post:

সুন্দরবনকে নতুন জেলা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অঞ্চলকে নিয়ে তৈরি হচ্ছে একটি মাস্টারপ্ল্যান। তা পাঠানো হবে কেন্দ্রের কাছে। আজ, মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সভা থেকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM)। সুন্দরবনের মানুষ আর্থ-সামাজিক ভাবে অনেকটাই পিছিয়ে। তাই নদীমাতৃক এই এলাকায় মানুষের উপার্জন বাড়ানোর লক্ষ্যেই এই মাস্টারপ্ল্যানের পরিকল্পনা। সুন্দরবনকে (Sundarban)কেন্দ্র করে পর্যটনের ব্যবস্থার উন্নতি করলে স্থানীয় মানুষ উপকৃত হবেন। এই এলাকা প্রায় প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। মানুষের প্রচুর ক্ষতি হয়। সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে। হিঙ্গলগঞ্জের সভায় এই মাস্টারপ্ল্যান নিয়ে বলেন, “সুন্দরবন নিয়ে নতুন জেলা করা হচ্ছে। কেন্দ্রের কাছেও সুন্দরবনের উন্নয়ন নিয়ে একটি মাস্টারপ্ল্যান পাঠাচ্ছি। কীভাবে নদী ভাঙন রোখা যায়, কীভাবে এই অঞ্চলগুলোকে ভালো রাখা যায় তার তার একটি পরিকল্পনা করা হচ্ছে।”

অন্যদিকে, পশ্চিমবঙ্গে সার্বিক নদী ভাঙন নিয়ে একটি সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রের কাছে পাঠাবে রাজ্য সরকার। যা নিয়ে একটি প্রস্তাব পাসও হয়েছে রাজ্য বিধানসভায়। রাজ্যের প্রতিনিধি দলে থাকবেন শাসক দলের ৭ বিধায়ক ও ৫ বিরোধী বিধায়ক। সুন্দরবন, মুর্শিদাবাদ, মালদহের বিরাট অংশ ভাঙনে জর্জরিত। বহু মানুষ ভিটেমাটি হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। সেকথা মাথায় রেখেই কেন্দ্রের কাছে দরবার করতে চলেছে রাজ্য সরকার।

আজ, মঙ্গলবার এই বিষয়টি নিয়ে বিধানসভায় একটি প্রস্তাবও আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ওই প্রস্তাবকে সমর্থন করেন বিরোধীরাও। ঠিক হয় মোট ১২ জনের একটি প্রতিনিধি দল যাবে কেন্দ্রের কাছে। সেই দলে থাকবেন শাসকদলের ৭ বিধায়ক ও বিরোধী ৫ বিধায়ক। ঘাটাল মাস্টার প্ল্যান-সহ নদী ভাঙন নিয়ে যেসব প্রস্তাব রয়েছে তা যাতে দ্রুত কার্যকর করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করবে এই সর্বদলীয় প্রতিনিধি দল।

 

spot_img

Related articles

সোমেই কোচবিহার সফরে মমতা, প্রশাসনিক বৈঠকের সঙ্গে থাকছে জনসভাও 

আবারও উত্তরে মুখ্যমন্ত্রী। মালদহের গাজোলের সভা থেকে সাফ জানিয়েছিলেন তিনি ভোট চাইতে না বরং মানুষের দুশ্চিন্তা দূর করতে...

মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি শাহরুখ-পুত্রের, সমালোচনার মুখে আরিয়ান

মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে...

ঘরে বসে বিশ্বকাপ দেখবেন! জল্পনা বাড়ালেন মেসি

বছর ঘুরলেই ফুটবল বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নামবে ফেভারিটের তকমা নিয়ে। তবে চর্চায় একজনই তিনি লিও মেসি(Messi)।...

প্রযুক্তিগত সমস্যায় রাজ্যে ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়ার গতি শ্লথ

কেন্দ্রের ফতোয়ায় সমস্যায় রাজ্যের ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ‘উম্মিদ’ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেকর্ড...