পঞ্চায়েত নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জ সফরে মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচনের আগে শহর থেকে প্রত্যন্ত গ্রাম ঘুরে দলের কর্মীদের সঙ্গে সভা করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে যাচ্ছেন তিনি। আজ দুপুরে হিঙ্গলগঞ্জের  সামশেরনগরে জনসভা করবেন তিনি। জনসভার মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। জনসভার আগে ৩০০ মিটার দূরে অবস্থিত কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত বনবিবির মন্দিরে পুজো দেওয়ারও কথা রয়েছে  মুখ্যমন্ত্রীর। এদিনের সভা থেকে  একাধিক প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এছাড়া লক্ষ্মীশ্রী, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, আর্টিজান ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করা হবে।



আরও পড়ুন:গোবিন্দভোগ চালের শুল্ক প্রত্যাহারের দাবি, মোদিকে চিঠি মমতার 

কালীতলা পঞ্চায়েত রাজ্যের প্রত্যন্ত পঞ্চায়েত এলাকাগুলির মধ্যে অন্যতম। সুন্দরবনের খাঁড়ি লাগোয়া বনবিবির মন্দির। মন্দির সংলগ্ন খাঁড়ির ওপারে বাঘ সংরক্ষিত এলাকা। বনবিবির মন্দিরে পুজো দিয়ে মধু সংগ্রহ করতে বা কাঁকড়া ধরতে যান এলাকার বাসিন্দারা।যাকে ঘিরে গড়ে উঠেছে সুন্দরবন পর্যটন কেন্দ্রও। পঞ্চায়েত নির্বাচনের আগে সেখানকার বাসিন্দাদের কী চমক দেন মুখ্যমন্ত্রী, সে দিকে তাকিয়ে সকলেই।


Previous articleরাতে বোমাবাজি, সকালে রাস্তায় উদ্ধার তাজা বোমা! ব্যাপক চাঞ্চল্য গড়িয়া স্টেশন চত্বরে
Next articleআজ বিশ্বকাপে ইংল‍্যান্ডের মুখোমুখি ওয়েলস