Sunday, November 9, 2025

১১ অপরাধীর মুক্তির বিরোধিতায় এবার সুপ্রিম দ্বারস্থ বিলকিস বানো

Date:

Share post:

ন্যায়বিচার চেয়ে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন মোদির রাজ্য গুজরাতের নির্যাতিতা বিলকিস বানো। ২০০২ সালের গুজরাট দাঙ্গায় তাঁকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ১১ জনের নির্দিষ্ট সময়ের আগেই মুক্তি দেওয়ার রায়কে সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, বিলকিস বানো ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ১১ জন অপরাধীকে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। আবেদনে, বিলকিস বানো অপরাধীদের ফের জেলে পাঠানোর আর্জি জানিয়েছেন। গত ১৫ ই আগস্ট স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনে গণধর্ষণে সাজাপ্রাপ্ত ১১ জন অপরাধীকে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার।

উল্লেখ্য ২০০২ সালে বিলকিস বানোর বয়স ছিল মাত্র ২১ বছর এবং পাঁচ মাসের গর্ভবতী ছিলেন তিনি। ২০০২ সালে গুজরাতে গ‌োধরা-পরবর্তী দাঙ্গার সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করেন ওই এগারো জন। বিলকিসের মেয়ে-সহ পরিবারের ৭ জনকে তাঁর চোখের সামনেই খুন করা হয়। জেলে ‘ভাল আচরণ’ করার যুক্তিতে গত ১৫ অগস্ট দোষী সাব্যস্ত হওয়া বিলকিসের এগারো জন ধর্ষককে মুক্তি দেওয়া হয়। তা নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল দেশজুড়ে। উল্লেখ্য গত ১৫ অগস্ট যেদিন বিলকিসের ১১ জন ধর্ষককে মুক্তি দেওয়া হয় সেইদিনেই স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে নারী ক্ষমতায়নের পক্ষে সওয়াল করেন। দোষীরা ছাড়া পাওয়ার পর বিলকিস গুজরাত সরকারের কাছে, নির্ভয়ে শান্তিতে বাঁচার আর্জিও জানিয়েছিলেন। বিলকিসের স্বামী বলেছিলেন, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। সারা দেশেই বিভিন্ন মানবাধিকার সংগঠন বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল।

সুপ্রিম কোর্টে গুজরাত সরকারের পক্ষ থেকে হলফনামা দিয়ে জানানো হয়, দোষী সাব্যস্ত হওয়া এগারো জন চোদ্দ বছর জেল খেটেছে। এছাড়াও জেলের ভিতর তারা “ভাল ব্যবহার” করত। তাই তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিলকিস বানো মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কী ভাবে কেন্দ্রের নির্দেশ ছাড়া গুজরাট সরকার এই ধরনের জঘন্য অপরাধের সাজাপ্রাপ্তদের মুক্তি দিল সে প্রশ্নে তোলপাড় হয়েছিল দেশজুড়ে।

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...