Monday, August 25, 2025

আনুষ্ঠানিকভাবে G-20র দায়িত্ব পেল ভারত, প্রধানমন্ত্রী জানালেন কোন পথে চলবে কাজ

Date:

আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার G-20 এর সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করল ভারত(India)। G-20 হল বিশ্বের ২০ টি বৃহত্তম অর্থনীতির দেশের একটি সংগঠন, যারা উন্নয়ন পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি করে। এই সংগঠনের সভাপতিদের দায়িত্ব হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi) বলেন, ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হওয়ার সময় এসেছে, যা বিশ্বব্যাপী সমস্যা গুলির সমাধানের জন্য একসাথে কাজ করার পক্ষে সওয়াল করে।

এদিন দায়িত্বভার হাতে পেয়ে টুইট বার্তা দেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, বর্তমান সময় পুরনো জীর্ণ মানসিকতায় আটকে থাকার সময় নয়। এই সময় আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হওয়ার। যা বিশ্বব্যাপী সমস্যাগুলির সমাধানের জন্য একসাথে কাজ করার পক্ষে সওয়াল করে। পাশাপাশি প্রধানমন্ত্রী লেখেন, ভারত আজ থেকে G-20র সভাপতিত্বের দায়িত্ব পেল। এই ক্ষেত্রে আমার কিছু পরিকল্পনা রয়েছে, যাতে আগামী বছরগুলিতে বিশ্বের ভালোর জন্য এর অন্তর্ভুক্তি, পদক্ষেপের বিষয়ে কাজ করতে চাই। ভারতের G-20র সভাপতিত্ব ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ এই থিমের দ্বারা অনুপ্রাণিত হয়ে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে কাজ করবে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা একত্রে সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, মহামারীর মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। ভারত স্থায়ী দীর্ঘমেয়াদী জীবন শৈলীর লক্ষ্যে খাদ্য, সার এবং চিকিৎসা পণ্যের বৈশ্বিক সরবরাহকে রাজনীতির আওতার বাইরে রাখতে কাজ করতে প্রস্তুত। এর আগে যে দেশগুলি G-20র সভাপতিত্ব করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি এগিয়ে যাওয়ার সেরা সময়।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version