Friday, November 7, 2025

কাতার বিশ্বকাপে মারাদোনার যে রেকর্ড ভাঙলেন মেসি

Date:

Share post:

জমে উঠেছে কাতার বিশ্বকাপের আসর। শুরুতে ”অঘটন” ঘটলেও, কাতার বিশ্বকাপের নক-আউট পর্বে পৌঁছে গিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ পোল্যান্ডের ম্যাচেও পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। যদিও শেষপর্যন্ত যোগ্য দল হিসেবে জিতেই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

তবে শুধু জয় নয়, এই রেকর্ডও গড়েছেন লিও মেসি। ভেঙেছেন কিংবদন্তি মারাদোনার রেকর্ড। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির দখলে। আকাশী-সাদা জার্সিতে বিশ্বকাপে মারাদোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছেন মেসি।

চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তিকে স্মরণ করে মেসি বলেছেন, “এটা কিছুদিন আগে জেনেছি। এমন সব রেকর্ড ভেঙে এগিয়ে চলা আনন্দের বিষয়। আমার মনে হয় দিয়েগো খুব খুশি হতেন। তিনি আমাকে অনেক স্নেহ করতেন। আমার সবকিছু ভালোমতো এগোলে খুশি হতেন।”

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারের পর আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কি না, আশঙ্কা তৈরি হয়েছিল। মেসি মনে করেন, আর্জেন্টিনা একদম সঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে। তাঁর কথায়, “প্রথম গোলটির পর থেকে সবকিছু আমাদের ইচ্ছেমতোই হয়েছে। এরপর আমরা সেই খেলাটা ফিরিয়ে এনেছি, যেটা বিশ্বকাপের শুরু থেকেই খেলার চেষ্টা করছি। অনেক কারণেই তা পারিনি।ভবিষ্যতের আত্মবিশ্বাসটুকু তুলে নেওয়া গেছে।”

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখে মেসি বলেছেন, “আমরা জানি, এখন থেকে সবকিছুই কঠিন হবে। প্রতিপক্ষ যে-ই হোক, সহজ হবে না। আমরা সাম্প্রতিক সময়ে নিজেদের অভিজ্ঞতায়ই দেখেছি, যে কেউ ভালো খেলে জিততে পারে।”

নকআউট পর্বেও আর্জেন্টিনার প্রতি সমর্থকদের আস্থা রাখার অনুরোধ জানিয়ে মেসি বলেছেন, “সমর্থকদের সেই একই কথা বলছি, যেটা আমরা হার দিয়ে শুরুর পর বলেছিলাম। আমরা শান্তই আছি। দল এভাবেই খেলবে এবং আশা করি এই খেলাটা ধরে রাখতে পারব।”

আরও পড়ুন:বিপুল টাকার বিনিময়ে ল-ফার্মাসি কলেজকেও অনুমোদন পার্থর, চাঞ্চল্যকর দাবি ইডির

 

spot_img

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...